• বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০১:৫৯ অপরাহ্ন

দু-এক মাসের মধ্যে পদত্যাগে বাধ্য হবে সরকার: দুদু

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ১৭ জুন, ২০২৩

দুদু ফাইল ছবি

বর্তমান সরকারকে ‘অবৈধ’ আখ্যা দিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, সরকারের দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে দেশের জনগণ জেগে উঠেছে। দু-এক মাসের মধ্যে তীব্র গণআন্দোলন করে তুলে সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে। গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠিত হবে।’

শনিবার (১৭ জুন) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।

দুদু বলেন, ‘এই আওয়ামী লীগ সরকার কর্তৃত্ববাদী সরকার। অলিখিতভাবে দেশে বাকশাল প্রতিষ্ঠিত করেছে। পুলিশকে রক্ষী বাহিনীতে পরিণত করেছে। প্রশাসনকে নিজেদের কব্জায় নিয়ে যা খুশি তাই করছে।’

তিনি বলেন, কোনো দেশের সরকার দেশের টাকা এভাবে লুটপাট করতে পারে তা বাংলাদেশের দিকে না তাকালে বোঝা যাবে না। বাংলাদেশ থেকে তারা ১৪ লাখ হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে।’

দুদু আরও বলেন, ‘রাজনৈতিক প্রতিহিংসায় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সাজা দিয়ে বন্দি করে রেখেছে। তিনি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করেছিলেন। স্বৈরাচারী এরশাদের পতন ঘটিয়েছিলেন। ১৬ টাকা দরে চাল খাইয়েছিলেন। আর শেখ হাসিনা ক্ষমতায় আসার আগে বলেছিলেন দশ টাকা কেজি চাল খাওয়াবেন, ঘরে ঘরে চাকরি দেবেন। তিনি তার প্রতিশ্রুতি তো রক্ষা করেন নাই বরং দেশের মানুষকে তিন বেলার জায়গায় এক বেলা খেতে বাধ্য করছেন।’

জামালপুরের সাংবাদিক নাদিম হত্যার কথা তুলে ধরে দুদু আরও বলেন, ‘সাংবাদিকদের হত্যা করলেই সত্য আড়াল করা যাবে এমন ভাবলে সরকার ভুল করবে। সাংবাদিকরা সত্যের পথে ন্যায়ের পক্ষে কাজ করছে। বিএনপি সবসময় সাংবাদিকদের পাশে ছিল এবং থাকবে।’

তিনি দেশে সব সাংবাদিক হত্যা ও নির্যাতনের বিচারের দাবি করেন।

সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, জাতীয় পার্টির মহাসচিব আহসান হাবীব লিংকন, বিএনপির সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কাদের গণী চৌধুরী, বিএনপির সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক নিলুফার চৌধুরী মনি, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সাঈদ খান, বাংলাদেশ ইয়ুথ ফোরামের উপদেষ্টা নাজমুল হাসান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ