• বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৮:৩৬ পূর্বাহ্ন

৪০তম বিসিএসের ৩৮৪ জন হচ্ছেন প্রাথমিকের প্রধান শিক্ষক

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ২৪ জুন, ২০২৩

৪০তম বিসিএসের নন-ক্যাডার থেকে ৩৮৪ জনকে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে নিয়োগ দেয়া হবে। ৪০তম বিসিএসে যারা চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ হয়েছিলেন কিন্তু ক্যাডার পদে নিয়োগ পাননি, এমন ৩৮৪ জন পাবেন প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ। শিগগির তাদের নিয়োগ দেবে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সম্প্রতি পিএসসির এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
নন-ক্যাডারে পদ পেতে যারা আবেদন করেছেন, তাদের পছন্দক্রম দিতে অনলাইনে আবেদনপত্র চেয়েছে পিএসসি। পছন্দক্রমের জন্য এরই মধ্যে আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১লা জুলাই পর্যন্ত। টেলিটকের ওয়েবসাইট অথবা পিএসসির ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা যাবে।

তথ্যানুযায়ী, দেশে বর্তমানে ৬৬ হাজার ৫৬৬টি প্রাথমিক বিদ্যালয়ে ৩৭ হাজার ৯২৬টি শূন্যপদ রয়েছে। এর মধ্যে শুধু প্রধান শিক্ষক পদেই ২৯ হাজার ৮৫৮টি। এছাড়া ৮ হাজার ৬৮টি সহকারী শিক্ষক পদ শূন্য রয়েছে। ৪০তম বিসিএসের লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ক্যাডার পদে সুপারিশ পাননি এমন প্রার্থীদের ৯ম থেকে ১২তম গ্রেডে নন-ক্যাডারে নিয়োগ পেতে পছন্দক্রম দিতে গত ১৯শে জুন দরখাস্ত আহ্বান করে পিএসসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ