কায়েস কাওছার, সিরাজগঞ্জঃ- সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকায় চালা কলেজ পাড়া, বেলকুচি মডেল ডিগ্রী কলেজের নবনির্মিত একাডেমিক ভবন এর শুভ উদ্বোধন করা হয়েছে। (শনিবার ২২ফেব্রুয়ারি) সকাল ১১ ঘটিকায় বেলকুচি মডেল ডিগ্রি কলেজের সভাপতি ও বিএনপি রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপি-র সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আমিরুল ইসলাম খান আলিম বেলকুচি মডেল ডিগ্রি কলেজের নবনির্মিত একাডেমিক ভবন এর শুভ উদ্বোধন করেন।
নবনির্মিত একাডেমিক ভবন এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,বেলকুচি উপজেলা শাখার বিএনপি`র সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডল, বেলকুচি উপজেলা বিএনপি`র সাবেক যুগ্ম আহবায়ক অধ্যক্ষ আব্দুল মান্নান সরকার,বেলকুচি উপজেলা বিএনপি-র সাবেক আহবায়ক মোঃ নূরুল ইসলাম গোলাম,উপজেলা বিএনপি-র সাবেক সদস্য সচিব বনি আমিন, বেলকুচি পৌর বিএনপি`র সাবেক আহ্বায়ক হাজী আলতাব হোসেন, বেলকুচি পৌর বিএনপি`র যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম (শফি),বেলকুচি মডেল ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামীম হোসেন,বেলকুচি মডেল ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক সামছুল আলম,বেলকুচি মডেল ডিগ্রি কলেজের বিদ্যোৎসাহী সদস্য শাহরিয়ার সরকার,সহ অত্র কলেজের শিক্ষক- কর্মচারী, বিএনপির, নেতৃবৃন্দ, ও আমন্ত্রিত অতিথিবৃন্দগণ।