• বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১১:৩৩ অপরাহ্ন

নাদিম হত্যা মামলায় আরও এক আসামিকে আদালতে প্রেরণ

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ৫ জুলাই, ২০২৩

জামালপুরে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যাকাণ্ডের সাথে জড়িত বাবু চেয়ারম্যানের সহযোগী নয়ন মিয়াকে রিমান্ড শেষে আদালতে তোলা হয়েছে।

বুধবার (৫ জুলাই) দুপুরে নয়নকে জামালপুর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তানভীর আহমেদের আদালতে তোলা হয়। সেখানে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেওয়ার কথা রয়েছে।

অপর দিকে প্রধান আসামি বাবু এবং রেজাউলের স্বীকারোক্তির প্রেক্ষিতে নতুন করে আন্দোলন সরকার নামে আরও এক আসামিকে আদালতে তোলা হয়। আদালতে ডিবির পক্ষ থেকে তার ৫দিনের রিমান্ডের আবেদন করা হয়। আদালত তাকে জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ প্রদান করেন।

এর আগে আদালতে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছিল বাবু চেয়ারম্যান এবং তার দুই সহযোগী রেজাউল ও মনিরুজ্জামান মনির। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নয়ন ও আন্দোলন সরকারকে আদালতে তোলা হয়।

এ নিয়ে নাদিম হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ আলী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ