• বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১১:২৯ অপরাহ্ন

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩

আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে বগুড়া সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দুজন নিহত ও দুজন আহত হয়েছেন। উপজেলার বগুড়া-সারিয়াকান্দি সড়কের ছাতিয়ানতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতরা সবাই সিএনজিচালিত অটোরিকশার যাত্রী।

নিহতরা হলেন বগুড়ার সারিয়াকান্দি উপজেলার বয়রা গান্ধী গ্রামের সাগর মিয়ার স্ত্রী রাবিয়া বেগম (২৬) ও অজ্ঞাতনামা বৃদ্ধ (৬০)। তাদের মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনায় আহতরা হলেন সিএনজিচালক বগুড়ার গাবতলী উপজেলার বাদশা মিয়া (৫০) ও সিএনজিতে থাকা সেনাসদস্য পলাশ মাহামুদ (২৩)।

বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) শাহীনুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার ভোরে বগুড়া শহর থেকে সিএনজিচালিত অটোরিকশা সারিয়াকান্দিতে যাওয়ার পথে ছাতিয়ানতলায় অজ্ঞাত এক ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজিতে থাকা এক নারী যাত্রী ও বৃদ্ধ নিহত হন। আহত অবস্থায় সিএনজিচালক ও আরেক যাত্রী সেনাসদস্যকে শজিমেকে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান, সিএনজি অটোরিকশাটি জব্দ করে স্থানীয় নারুলি ফাঁড়িতে রাখা আছে। ট্রাক পালিয়ে যাওয়ায় চালককে আটক করা সম্ভব হয়নি। নিহতদের মরদেহ শজিমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ