• শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৭:২৬ পূর্বাহ্ন

রুপিতে লেনদেনের লাভ লোকসান

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ৮ জুলাই, ২০২৩
ফাইল ছবি

১১ জুলাই থেকে বাংলাদেশের সঙ্গে ভারতের রুপিতে লেনদেন শুরু হচ্ছে। বাংলাদেশ যে পরিমাণ ভারতীয় রুপি রপ্তানির মাধ্যমে পাবে সেটাই আমদানিকে ব্যবহার করতে পারবে। এজন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

অবশ্য এর বাইরে টাকা-রুপি ভিত্তিক ডেবিট কার্ড চালু হচ্ছে। এটা উভয় দেশে ব্যবহার করা যাবে। ফলে যারা ভারতে চিকিৎসা ও ভ্রমণসহ নানা কাজে যান তারাও সরাসরি রুপি ব্যবহার করতে পারবেন। এর আগে বাংলাদেশি টাকা প্রথমে ডলারে এবং পরে ডলার থেকে রুপিতে কনভার্ট করতে হতো। এখন সরাসরি টাকা-রুপির ডেবিট কার্ডের ফলে ছয় শতাংশ বিনিময় লোকসান সাশ্রয় হবে। সাধারণ হিসেবে বাংলাদেশ থেকে প্রতি বছর কমবেশি ২৫ লাখ নাগরিক নানা কাজে টুরিস্ট ভিসায় ভারতে যান।

অন্যদিকে, বাংলাদেশ প্রতি বছর ভারতে প্রায় দুই বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করে। আমদানি করে ১৪ বিলিয়ন ডলারের পণ্য। বাংলাদেশ ওই দুই বিলিয়ন ডলারের সম পরিমাণ রুপি এখন চাইলে সরাসরি পাবে। ওই রুপি আবার ভারত থেকে সরাসরি আমদানিতে ব্যবহার করতে পারবে। কিন্তু বাকি আমদানিতে ডলারই ব্যবহার করতে হবে। তবে একইভাবে ভারতের সঙ্গে বাংলাদেশের এখনই টাকায় লেনদেন শুরু হচ্ছে না। সেটা হলে বাংলাদেশের বেশি সুবিধা হতো।

ভারতের সঙ্গে বাংলাদেশের এই রুপিতে লেনদেনের জন্য বাংলাদেশ ও ভারতের চারটি ব্যাংক অনুমোদন পেয়েছে। বাংলাদেশের দুইটি ব্যাংক হলো সোনালী এবং ইস্টার্ন ব্যাংক। আর ভারতের দুইটি ব্যাংক হলো স্টেট ব্যাংক অব ইন্ডিয়া এবং আইসিআইসিআই ব্যাংক। এখন একাউন্ট খুললেই রুপিতে লেনদেন করা যাবে। তবে এখন পর্যন্ত রুপিতে একাউন্ট ও এলসি খোলার আবেদন পাওয়া যায়নি।

যমুনা ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. নুরুল আমিন বলেন, এতে সুবিধা হবে যে আমরা যেটুকু রপ্তানি করব সেটুকুর বিনিময়ে রুপি পাব। সেটা দিয়ে আমরা আমদানি ব্যয় শোধ করতে পারব ভারতের সঙ্গে। ওই পরিমাণ ডলারের ওপর চাপ কমবে। আমাদের আমদানি রপ্তানির ভারসাম্য নেই। আমরা বেশি আমদানি করি। কম রপ্তানি করি। এটা ভারসাম্যপূর্ণ হলে লাভ বেশি হতো।

তিনি জানান, টাকা-রুপির ডেবিট কার্ডও ডলারের ওপর নির্ভরতা কমাবে। তবে মনে রাখতে হবে ভারতীয় রুপি আন্তর্জাতিক মুদ্রা বাস্কেটে নাই। ইউয়ান আছে। এখানে ইউয়ানেও এলসি খোলা যায়। কিন্তু সাড়া কম।

পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর বলেন, শুরুতে রুপিতে খুব বেশি লেনদেন হবে না। ধরুন ভারতে যে পোশাক রপ্তানি করে সে কাঁচামাল আমদানি করে অন্য দেশ থেকে ডলারে। সেতো রুপি নেবে না। কারণ রুপিতে নিলে তাকে তো আবার কাঁচামাল আমদানি করতে রুপিকে আবার ডলারে কনভার্ট করতে হবে। আর সেটা হলে তার তো ক্ষতি হবে। শুধু ভারতের সঙ্গে যার আমদানি ও রপ্তানি দুটি ব্যবসা আছে যে রুপি মেনে। এটা সর্বোচ্চ দুই মিলিয়ন ডলার হতে পারে।

তিনি আরেক প্রশ্নের জবাবে বলেন, আমরা যা আমদানি করি তার বিনিময়ে ভারত তো বাংলাদেশি টাকা নেবে না। কারণ আমরা তো ডেফিসিট কান্ট্রি। ডেফিসিট কান্ট্রির মুদ্রা দিয়ে ভারত কী করবে। আমাদের রপ্তানি যদি বাড়ে তখন সেটা হয়তো হবে। কিন্তু তাতেই ভারসাম্য হবে বলে মনে হয় না। কিন্তু এতে ভারতের লাভ হবে। রুপির গ্রহণযোগ্যতা বাড়বে। আর তাকে ডলারে পেমেন্ট করতে হবে না। রুপির বাজারও সৃষ্টি হবে বলে মনে করেন তিনি।

তিনি এখানে ঝুঁকিও দেখছেন। তার মতে, রুপি আমাদের টাকার মতোই এখনো একটি দুর্বল মুদ্রা। এখন আমরা রপ্তানি করে রুপি আনলাম। ডলারের সঙ্গে যদি রুপির দামের অবমূল্যায়ন হয় তাহলে তো আমার ক্ষতি। ডলার আনলে সেই ঝুঁকি নেই।

সিপিডির ডিস্টিংগুইশড ফোলো অর্থনীতিবিদ অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান বলেন, ভারতে রপ্তানি করে যে রুপি পাবো সেটা থেকে আমদানি করতে পারব। আমরা তো ডলার কনভার্ট করে রুপি বানিয়ে আমদানি করব না। তাতে তো আমাদের লোকসান। ফলে এটা শুরুতে সীমিত আকারে হবে।

তবে বাণিজ্য ছাড়াও বিনিয়োগ আছে। অন্যান্য লেনদেন আছে সেখানেও এটা সম্প্রসারিত হবে ধীরে ধীরে। আর আমরা তো ডলার ছাড়াও ইউরো ব্যবহার করি। এখন রুপি হলে আমাদের বৈদেশিক বাণিজ্যে বিদেশি মুদ্রা ব্যবহারের পোর্টফলিও আরেকটু স্ট্রং হবে, বলে মনে করেন এই অর্থনীতিবিদ।

তবে তিনি মনে করেন, এক্সচেঞ্জ রেটটা কী হবে সেটা গুরুত্বপূর্ণ। এটা যেন উইন উইন হয়। তা না হলে রিস্ক থেকে যাবে। এটা ডলারের ওপর চাপ কমানোয় তেমন কোনো ভূমিকা রাখবে বলে মনে করেন না অর্থনীতিবিদেরা। কারণ ভারতে রপ্তানি করে রুপি আনলে তো আর ডলার পাওয়া যাবে না।

অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে পারলে আমরা লাভবান হতাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ