• শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৬:২৪ পূর্বাহ্ন

ধর্ষণের পর নারীকে হত্যার দায়ে ৭ জনের যাবজ্জীবন

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ১২ জুলাই, ২০২৩

রাজবাড়ীতে এক নারীকে ধর্ষণের পর হত্যার দায়ে ৭ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদেরকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (১২ জুলাই) দুপুরে রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সাব্বির ফয়েজ এ রায় দেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- পাংশা উপজেলার হাবাসপুর গ্রামের রঞ্জু প্রামাণিক, রফিকুল ইসলাম, মাসুদ রানা, দেলোয়ার হোসেন, হযরত আলী, আশরাফ ও গুলাই। রায়ের সময় রঞ্জু ও আশরাফ পালতক ছিলেন। বাকিরা আদালতে উপস্থিত ছিলেন।

মামলা ও আদালত সূত্রে জানা যায়, ২০০৫ সালের ২৮ সেপ্টেম্বর পাংশা উপজেলার হাবাসপুর গ্রামে একটি ধানক্ষেত থেকে এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। তাকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছিল বলে জানায় পুলিশ। পরে ওই দিনই নিহতের বোন বাদী হয়ে পাংশা মডেল থানায় মামলা করেন। পুলিশ তদন্তের পর সাতজনকে আসামি করে চার্জশিট দেয়।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট সাইফুল ইসলাম জানান, ওই মামলায় আদালত দীর্ঘ শুনানি শেষে সাত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন। আমরা এই রায়ে সন্তুষ্ট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ