• শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৬:৫৩ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে ইউপি নির্বাচনে ভোট কেন্দ্রে উপস্থিতি কম

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ১৭ জুলাই, ২০২৩

ঠাকুরগাঁওয়ের সদর উপজেলা ও হরিপুর উপজেলার দুই ইউনিয়ন পরিষদের উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে সোমবার (১৭ জুলাই) সকাল ৮টা থেকে। কিন্তু ভোটগ্রহণ শুরুর কিছুক্ষণের মধ্যেই কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কমতে দেখা যায়।

জেলার হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়নের চেয়ারম্যান পদে ভোট গ্রহণ চলছে ১০টি কেন্দ্রে। এর মধ্যে সকাল ১১টার দিকে আমগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ভোটার শূন্য লক্ষ্য করা গেছে।

কেন্দ্রে দায়িত্বরত প্রিজাইডিং কর্মকর্তা আল আমিন খান ঢাকা মেইলকে বলেন, এই কেন্দ্র মোট ভোটার সংখ্যা ২ হাজার ৩৪৯। তার মধ্যে সকাল ১১টা পর্যন্ত ভোট কাস্ট হয়েছে ৩৫১ টা।

ভোট কেন্দ্র ভোটার উপস্থিতি বিষয়ে তিনি বলেন, সকালে ভোট গ্রহণের প্রথম ১ ঘন্টায় এই কেন্দ্রে ২ পার্সেন্ট ভোট কাস্ট হয়েছিল। মানুষের কর্মব্যস্ততার কারণে এখন হয়তো ভোটার উপস্থিতি কম। তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে হয়তো ভোটার সংখ্যা বাড়তে পারে। এখন এক দুই জন করে কেন্দ্রে আসছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ