• শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৬:৪৪ পূর্বাহ্ন

টাঙ্গাইলের সখীপুর ও কালিহাতী উপজেলার ইউনিয়ন নির্বাচন

টাঙ্গাইলের ৬ টি ইউনিয়ন নির্বাচনে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হচ্ছে

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ১৭ জুলাই, ২০২৩

টাঙ্গাইলের সখীপুর ও কালিহাতী উপজেলার ৬টি ইউনিয়ন নির্বাচনে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হচ্ছে

উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে ও শান্তিপুর্ন পরিবেশে আজ টাঙ্গাইলের সখীপুর চারটি এবং কালিহাতী উপজেলার দুইটি ইউনিয়ন পরিষদের নির্বাচনে ব্যালট পেপারে ভোট গ্রহন অনুষ্ঠিত হচ্ছে।

সকাল থেকেই ভোট কেন্দ্রগুলোতো নারী ও পুরুষ ভোটারের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি আরো বাড়তে থাকে। ভোটারদের দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে পছন্দের প্রার্থীদের ভোট প্রদান করতে দেখা যায়।

এদিকে নির্বাচন অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষে পর্যাপ্ত সংখ্যক আইনশৃংখলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে নির্বাচনী এলাকায়।
এ ছাড়াও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এবং নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের টহল রয়েছে পুরো নির্বাচনী এলাকায়।

৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩১ জন,
সাধারণ কাউন্সিলর পদে ১৯৫ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৯১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মোট ভোটার রয়েছেন ১ লাখ ৯১ হাজার ১২৮ জন। ভোট কেন্দ্র রয়েছে ৫৫ টি।

সখীপুর উপজেলার ৪টি ইউনিয়ন হচ্ছে, কালিয়া, বড়চওনা, হাতিবান্ধা ও হতেয়া-রাজাবাড়ি। কালিহাতী উপজেলার দুইটি ইউনিয়ন হচ্ছে বীরবাসিন্দা ও পারখী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ