• শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১১:১২ পূর্বাহ্ন

জামিনে মুক্তি পেলেই পাবে পুলিশের উপহার

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ১৯ জুলাই, ২০২৩
জামিনে মুক্তি পাওয়াদের কারা ফটকেই চারা গাছ উপহার দিচ্ছে পুলিশ।

চলতি বছরের পুরো জুলাই মাসে কারাগার থেকে প্রতিদিন জামিনে মুক্তি পাওয়া মানুষদের মাঝে কুড়িগ্রাম জেলা পুলিশের গাছের চারা বিতরণ কর্মসূচি চলছে। যা ইতোমধ্যে আলোচনার সৃষ্টি করেছে।

মাদক চোরাচালানসহ ছোটখাটো বিভিন্ন অপরাধে কারা বন্দীরা জামিনে মুক্ত পেলে কারা ফটকেই উপহার হিসেবে তাদের হাতে পুলিশ সদস্যরা তুলে দিচ্ছেন একটি করে গাছের চারা।

কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মো: মাহফুজুল ইসলাম বলেন, অপরাধীরা যাতে মাদক ছেড়ে, অপরাধ ছেড়ে ইতিবাচক ও উন্নয়নমুখী জীবনের জয়যাত্রায় এগিয়ে যায় সেজন্যই আমরা তাদের সহায়তা করছি।

তিনি আরও জানান সবুজে ভরপুর জীবন প্রকৃতিময় মানুষ কম অপরাধ প্রবন হয়। গাছ ও প্রকৃতি মানুষকে নিউরো-ব্যালেন্সড বিইং হিসাবে রূপান্তর করে, সে জন্য মানুষ কম অপরাধ করেন। আর এখনের সময়টি গাছ লাগানোর উপযুক্ত সময়। তাই সবুজায়নে তাদেরকেও যুক্ত করতেই এই উদ্যোগ।

জামিনে মুক্তদের হাতে কারা ফটকে গাছের চারার সাথে ইতিবাচক জীবনে ফেরার নোট দিয়ে প্রতিটি চারার সাথে একটি শুভেচ্ছা কার্ডও দেওয়া হয় মুক্তি প্রাপ্তদের।

মঙ্গলবার (১৮ জুলাই) কুড়িগ্রাম কারাগার থেকে জামিনে মুক্ত হোন ১৪ জন। তাদের প্রত্যেককেই দেওয়া হয় বনজ ও ফলজ গাছের চারা। জুলাই মাস জুড়ে প্রতিদিন কুড়িগ্রাম কারাগার থেকে জামিনে মুক্তদের দেওয়া হবে এইসব গাছের চারা।

চারাগাছ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আল আসাদ মো: মাহফুজুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলী, অতিরিক্ত পুলিশ সুপার এ.কে.এম ওহিদুন্নবী, জেলার আবু ছায়েম।

জামিনে মুক্ত হওয়া মোয়াজ্জেম বলেন, এরকম তো কোনদিন শুনি নাই, জেল থাকি ব্যারাইলে মানুষ গাছ দেয়। খুব ভাল নাগিল।

আরেকজন জামিনে মুক্ত জব্বার বলেন, আর কোনোদিন মাদকের সাথে যুক্ত হবোনা, গাছ লাগাবো, সুন্দর জীবন যাপন করবো।

বৃক্ষের ন্যায় শুরু হোক নতুন জীবন এই বোধোদয় ও ধারণা নিয়ে জামিনে মুক্তরা বাড়ি ফিরতে পারেন সেই আশাবাদও ব্যক্ত করেন পুলিশ সুপার।

ইতিবাচক উন্নয়নমুখী জীবনের জন্য জুলাই মাস জুড়ে প্রতিদিন জামিনে মুক্তদের চারাগাছ বিতরণের জেলা পুলিশের এই কার্যক্রমে সার্বিক সহায়তা করছেন কুড়িগ্রাম জেলা প্রসাশন ও জেলা কারাগার কর্তৃপক্ষ। কুড়িগ্রাম জেলা পুলিশের ‘সবুজ করি কুড়িগ্রাম’ মাসব্যাপী কার্যক্রমের প্রথম পর্যায়ে ১০ সহস্রাধিক গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ অভিযানের অংশহিসাবে এই আয়োজন বলে জানায় জেলা পুলিশ প্রশাসন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ