• শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১১:০৫ পূর্বাহ্ন

উখিয়ায় রোহিঙ্গা যুবকের লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ২৩ জুলাই, ২০২৩

কক্সবাজারের উখিয়ায় ক্যাম্পের কাঁটাতারের বেড়ার বাইরে মাটি চাপা অবস্থায় এক রোহিঙ্গা যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ক্যাম্প-৪ এক্সটেনশনের কাঁটাতারের বাইরে কালমারছড়া গহীন পাহাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, শনিবার সন্ধ্যায় ছিদ্দিক নামে এক ব্যক্তি মাঠ থেকে গরু আনতে গিয়ে মাটি চাপা দেওয়া লাশের হাত দেখতে পায়। খবর পেয়ে উখিয়া থানার এসআই আব্দুল ওয়াহেদ রোহিঙ্গা ক্যাম্প-৪ এক্সটেনশনের বাইরে কালমারছড়া গহীন পাহাড়ে মাটি চাপা দেওয়া অবস্থায় রোহিঙ্গা যুবকের লাশটি উদ্ধার করেন।

তিনি আরো বলেন, লাশটি সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ