• শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১২:৩২ অপরাহ্ন

ভালো কাজের মাধ্যমে আপনাদের মাঝে বেঁচে থাকতে চাই: শাহাজাদী আলম লিপি

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩

পাভেল মিয়া, সারিয়াকান্দি বগুড়া প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য নির্বাচনে এমপি পদে দলের মনোনয়ন প্রত্যাশী সংবাদ সংযোগ পত্রিকার প্রকাশক শাহাজাদী আলম লিপি বলেছেন, ভালো কাজের মাধ্যমে আমি আপনাদের মাঝে বেঁচে থাকতে চাই।’

২৫ জুলাই (মঙ্গলবার) বিকেলে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের শিল্পপাড়া(দহপাড়া) এলাকায় জনসংযোগ ও উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

যুবকদের প্রতি শাহাজাদী আলম লিপির আহ্বান, খেলার প্রতি আকৃষ্ট ও মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়া। এ সময় তিনি দলমতসহ সকলকে নিয়ে এলাকার উন্নয়ন করতে চান বলে জানান।

এসময় হাটশেরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রবিউল হাসান বাবুল, সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক রাব্বি হোসেন, ছাত্রলীগ নেতা বিপুল, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মিন্টু,ফুলবাড়ী বিশিষ্ট ব্যবসায়ী একাব্বর হোসেনসহ স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ