• শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১২:৫৭ অপরাহ্ন

নওগাঁয় পিকআপের মুখোমুখি সংঘর্ষে ২ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ২৬ জুলাই, ২০২৩
পিকআপের মুখোমুখি সংঘর্ষ, ছবি: সংগৃহীত

নওগাঁর পত্নীতলায় দুই পিকআপের মুখোমুখি সংঘর্ষে ২ জনের মৃত্যু হয়েছে।

বুধবার (২৬ জুলাই) ভোরে পত্নীতলা-সাপাহার আঞ্চলিক মহাসড়কের করমজাই এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুড়িগ্রাম জেলার যোথগবরদান গ্রামের রহিম উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম ও রাজারহাট উপজেলার রতিরাম গ্রামের জরিফ উদ্দিনের ছেলে শাহিন।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করে বলেন, পত্নীতলা থেকে একটি মাছ পরিবহনকারী পিকআপ সাপাহারের দিকে যাচ্ছিল। এসময় ভোর সাড়ে ৫টার দিকে সাপাহার থেকে আসা একটি আম পরিবহনকারী পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আম পরিবহনকারী পিকআপের ড্রাইভার ও সহযোগী গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, এ ঘটনায় থানায় একটি নিয়মিত মামলার প্রস্তুতি চলছে। দুর্ঘটনা কবলিত পিকআপ দুটো জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ