• বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৬:১২ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে চার কেজি হেরোইনসহ নারী গ্রেফতার

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ৩১ জুলাই, ২০২৩

চাঁপাইনবাবগঞ্জে চার কেজি হেরোইনসহ সাবেরা বেগম (৪০) নামে এক নারীকে গ্রেফতার করেছেন চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের সদস্যরা।

গ্রেফতারকৃত সাবেরা বেগম চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাজাহানপুর ইউনিয়নের সুজনপাড়া গ্রামের মহবুলের স্ত্রী।

রবিবার বিকালে তাকে শাজাহানপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সুজনপাড়া এলাকা থেকে আটক করা হয়।
সোমবার সকালে গণমাধ্যমকে বিষয়টি জানানো হয়।

র‌্যাব জানায়, বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানি উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার আমিনুল ইসলামের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে চার কেজি হেরোইনসহ সাবেরা বেগমকে আটক করা হয়।

এ ঘটনায় চাঁপাইনববগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা হয়েছে বলেও জানায় র‌্যাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ