• শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৫:১৮ অপরাহ্ন

ফরিদপুরে অটোরিকশা চোরের সরদারসহ আটক ৩

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ৯ আগস্ট, ২০২৩

ফরিদপুরে অটোরিকশা চোর চক্রের মূলহোতা নাজিমুলসহ তিন জনকে আটক করেছে র‌্যাব-১০। এ সময় একটি চুরি করা ইজিবাইক ও অন্যান্য মালামাল উদ্ধার করা হয়।

 

বুধবার দুপুরে র‌্যাব-১০ ফরিদপুরের কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার কে এম শাইখ আকতারে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

 

সংবাদ বিজ্ঞপ্তিত কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার কে এম শাইখ আকতার জানান, সম্প্রতি ফরিদপুর জেলার বিভিন্ন এলাকায় ইজিবাইক ছিনতাই ও চুরির ঘটনা ঘটেছে। ছিনতাই ও চুরির সঙ্গে জড়িতদের আটকে র‌্যাব ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

 

 

সেখানে আরও বলা হয়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার জয়দেবপুর গ্রামের কাদেরী ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ইজিবাইক চোর চক্রের মূলহোতা নাজিমুল ইসলাম (২৫), রাকিবুল ইসলাম রানা ওরফে রাকিব (২২), মো. অমিত হাসান আকাশকে (২৪) আটক করা হয়।

 

আটকদের বাড়ি জেলার ভাঙ্গা ও সদরপুর উপজেলার বিভিন্ন গ্রামে। এ সময় তাদের কাছ থেকে একটি চোরাইকৃত ইজিবাইক, রুপার চুড়ি, রুপার ব্রেসলেট, তিনটি মোবাইল ফোন ও নগদ ১৪ হাজার ৪৭০ টাকা উদ্ধার করা হয়।

র‌্যাব আরও জানায়, আটকরা একটি সংঘবদ্ধ ইজিবাইক চোর চক্রের সক্রিয় সদস্য। তারা বেশ কিছুদিন ধরে ফরিদপুরসহ দেশের বিভিন্ন এলাকা থেকে ইজিবাইক ছিনতাই ও চুরি করতো। সেগুলোর বিভিন্ন যন্ত্রাংশ সংযোজন-বিয়োজন ও রং পরিবর্তন করে ফরিদপুরসহ আশপাশের এলাকার বিভিন্ন ব্যক্তিদের কাছে বিক্রি করছিল। তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ