• শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৩:৫৯ অপরাহ্ন

আজ শোক দিবস

সারিয়াকান্দিতে ১৫ আগস্টে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন- শাহাজাদী আলম লিপি

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করনে শাহাজাদী আলম লিপি।

পাভেল মিয়া,সারিয়াকান্দি (বগুড়া)প্রতিনিধি: বগুড়া সারিয়াকান্দিতে ১৫ আগস্টে জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প স্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য নির্বাচনে এমপি পদে দলের মনোনয়ন প্রত্যাশী সংবাদ সংযোগ পত্রিকার প্রকাশক শাহাজাদী আলম লিপি। আজ মঙ্গলবার নেতা ও কর্মীদের নিয়ে পৃথক পৃথক ভাবে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় ও উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর একটি শোক র‍্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

শোক র‍্যালিতে ব্যানার হাতে শোকাহত শাহাজাদী আলম লিপি

এরপর পারতিতপরল তালিমুল কোরআন ক্বওমী হাফেজিয়া মাদ্রারাসায় বঙ্গবন্ধু ও ১৯৭৫ সালের ১৫ আগস্ট তাঁর পরিবারের শহীদ সদস্যদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন তালিমুল কোরআন ক্বওমী হাফেজিয়া মাদ্রারাসা প্রিন্সিপাল হাফেজ ক্বারী মিনহাজুল ইসলাম। এর আগে বঙ্গবন্ধু ও ১৫ আগস্ট হত্যাকাণ্ডে নিহতদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।   এসময় উপস্থিত ছিলেন- কামালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হেদায়েত আলী, সারিয়াকান্দি সদর ইউনিয়নের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাজাহান আলী টুটুল,তালিমুল কোরআন ক্বওমী হাফেজিয়া মাদ্রারাসা উপদেষ্টা নাজমুল হুদা, সদস্য শাহাদাৎ জামান আঙ্গুল, ফুলবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সামছুল হক বাবলু,হাটশেরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রবিউল হাসান বাবুল,রফিকুল মাষ্টার,বিশিষ্ট ব্যবসায়ী একাব্বর, উপজেলা যুবলীগের স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল মমিন, সুরুজজ্জামান, যুবলীগ নেতা মোঃ রেজাউল করিম রনি, লেখক মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।

দুহাত তুলে মোনাজাতে শোকাহত শাহাজাদী আলম লিপি

উল্লেখ্য, ১৫ আগস্ট, বাঙালি জাতির শোকের দিন। ১৯৭৫ সালের এদিনে ধানমন্ডির ৩২ নম্বর বাসভবনে ঘাতকদের হাতে রচিত হয় বিশ্ব রাজনীতির ইতিহাসে নির্মমতম ঘটনা। এ দিনে সপরিবারে হত্যা করা হয় বাঙালি জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। ৩২ নম্বর বাড়িতেই সেই রাতে বঙ্গবন্ধুর সাথে প্রাণ হারান বঙ্গবন্ধুর সহধর্মিণী ফজিলাতুন্নেছা মুজিব, ছেলে শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেল, পুত্রবধূ সুলতানা কামাল ও রোজী জামাল, ভাই শেখ নাসের ও কর্নেল জামিল।
ঘাতকদের বুলেটে আরও প্রাণ হারান বঙ্গবন্ধুর ভাগনে মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মণি, তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মণি, ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াবাত, শিশু বাবু, আরিফ খান রিন্টুসহ আরও অনেকে। দেশে না থাকায় প্রাণে বেঁচে যান বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানা।
প্রতি বছরই এই শোকের দিনে বিনম্র শ্রদ্ধার সাথে ১৫ আগস্টের শহীদদের স্মরণ করে পিতা হারানো এই হতভাগ্য জাতি। সারাদেশে দিনভর চলে শোকের মাতাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ