• বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৩:৫৩ অপরাহ্ন

প্রতিটি সমস্যাকে ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণে দেখা গুরুত্বপূর্ণ: ব্রায়ান শিলার

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রেস অ্যাটাচি এবং মুখপাত্র ব্রায়ান শিলার

যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রেস অ্যাটাচি এবং মুখপাত্র ব্রায়ান শিলার, ‘ডিজাইন ফর বাংলাদেশ’ প্রকল্পের অংশ হিসেবে ঢাকার আমেরিকান সেন্টারে অতিথি প্রভাষক হিসেবে বক্তব্য দেন। ‘ডিজাইন ফর বাংলাদেশ’ আট সপ্তাহের একটি কার্যক্রম। এর আওতায় ভিন্ন ভিন্ন সামাজিক প্রেক্ষাপটের দশজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নীতিগত নানা সমস্যা বিশ্লেষণে আন্তঃবিভাগীয় পদ্ধতিতে প্রশিক্ষণ গ্রহণ করছেন। অংশগ্রহণকারীদের সবাই ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

শিলার বলেন, ‘আজকের এই জটিল বিশ্বে প্রতিটি সমস্যাকে ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখা গুরুত্বপূর্ণ৷ নির্দিষ্ট কোনও পদ্ধতি একটি বিশাল ও জটিল সমস্যার সমাধান করতে পারে না। প্রয়োজন হয় আন্তঃবিভাগীয় পদ্ধতির।

শিলার আজকের আন্তঃসংযুক্ত বিশ্বে কার্যকর যোগাযোগ, সহযোগিতা এবং শিখন অভিজ্ঞতা ভাগ করে নেয়ার গুরুত্বের ওপর জোর দেন। একজন শিক্ষার্থী এবং পাবলিক ডিপ্লোম্যাসিতে কর্মরত পেশাদার হিসেবে নিজের অভিজ্ঞতা নিয়ে আলোচনা করেন তিনি। এছাড়াও যুক্তরাষ্ট্রে কীভাবে উচ্চশিক্ষা গ্রহণ করা যায়, সে বিষয়ে পরামর্শ দেন। যুক্তরাষ্ট্রে পড়াশোনা করতে আগ্রহী যে কেউ বিনামূল্যে তথ্যের জন্য https://educationusa.state.gov/ এ যেতে পারেন।

ওবামা ফাউন্ডেশন এবং এয়ারবিএনবি (Airbnb) এর অংশীদারিত্বে, জনসেবার জন্য, ওবামা-চেস্কি ভয়েজার বৃত্তির মাধ্যমে “ডিজাইন ফর বাংলাদেশ” বাস্তবায়িত হয়েছে (https://www.obama.org/programs/voyager-scholarship/).

এই মর্যাদাপূর্ণ বৃত্তির প্রথম অধিকারী ইতবান নাফি। তিনি তার ভয়েজার বৃত্তি ব্যবহার করে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে এসেছেন এবং “ডিজাইন ফর বাংলাদেশ” তৈরি করেছেন। নাফি একজন বাংলাদেশি আমেরিকান এবং যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ