• শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১১:৩৩ অপরাহ্ন

ঢাকা-মাওয়া রেলপথে পরীক্ষামূলক ‘ট্র্যাক কার’ চালু

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
ট্র্যাক কার । ছবি: সংগৃহীত

আগামী সেপ্টেম্বরের শেষে অথবা অক্টোবরের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে মাওয়া পর্যন্ত ট্রেন চলাচল উদ্বোধন করার কথা রয়েছে। তার আগে ঢাকা-মাওয়া রেল চলাচলের জন্য প্রথমবারের মতো পরীক্ষামূলক ট্র্যাক কার চালু হলো।

শনিবার সকালে ঢাকার গেন্ডারিয়া স্টেশন থেকে পরীক্ষামূলক ট্র্যাক কার চালু হয়।

প্রকল্প পরিচালক আফজাল হোসেন, ঢাকা থেকে মাওয়া অংশের প্রকল্প ব্যবস্থাপক ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ জামিউল ইসলামসহ চীনা বিশেষজ্ঞ ও দেশীয় দায়িত্বশীল প্রকৌশলীরা ট্র্যাকে করে পর্যবেক্ষণ করেন। ৪০ কিলোমিটার পথ অতিক্রম করার পর আনুষ্ঠানিক বৈকক করার কথা রয়েছে।

এর আগে মাওয়া থেকে ভাঙ্গা পর্যন্ত কয়েক দফা পরীক্ষামূলক ট্রেন চলাচল করে। ওই অংশ পুরোপুরি সম্পন্ন হয়েছে। ঢাকার অংশটি পরীক্ষা করার পর যাত্রীবাহী রেল চলাচল এবং চূড়ান্ত পরীক্ষামূলক প্রক্রিয়াগুলোর ব্যাপারে সিদ্ধান্ত নেবে কর্তৃপক্ষ।

প্রকল্প পরিচালক জানিয়েছেন, আজকের পরীক্ষামূলক যাত্রায় তারা রেলের যে কাজগুলো দেখছেন, তাতে ওয়েল্ডিং ও ফিনিশিংয়ের কিছু কাজ বাকি আছে। সেগুলো মাস খানেকের মধ্যে পুরোপুরি সম্পন্ন করা যাবে। তারপরই এখানে যাত্রীবাহী রেল চলাচল শুরু করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ