• শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১১:৪৯ অপরাহ্ন

যৌন হয়রানির মামলায় আসামি হলেন সেই শিক্ষক

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ২০ আগস্ট, ২০২৩
প্রতীকী ছবি

রিপোর্ট: আসাদুল ইসলাম সিরাজগঞ্জ প্রতিনিধি

যৌন হয়রানির অভিযোগে করা মামলায় আসামি হলেন সিরাজগঞ্জ সদরের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিযুক্ত শিক্ষক আমিনুল ইসলাম। নিজ বিদ্যালয়ের এক শিক্ষার্থীকে যৌন হয়রানির লিখিত অভিযোগটি গত শনিবার রাতে মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে।

এদিকে অভিযুক্ত শিক্ষক আমিনুল পলাতক রয়েছেন। তাঁর মোবাইল ফোনও বন্ধ। জেলা পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল বলেন, সংবাদ দেখে সদর থানার ওসিকে ব্যবস্থা নিতে রাতেই বলা হয়েছে।

সদর থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, রাতেই মামলা রেকর্ড হয়েছে। অভিযুক্ত শিক্ষককে খুঁজছে পুলিশ।

এদিকে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে আমিনুলকে সাময়িক বরখাস্ত ও তাঁর বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হচ্ছে বলে জানানো হয়েছে। কর্তৃপক্ষকে দেরিতে জানানোর অপরাধে বিদ্যালয়ের প্রধান শিক্ষককেও শোকজ করা হবে বলে সদর উপজেলা শিক্ষা অফিসার নাইয়ার সুলতানা রোববার দুপুরে জানিয়েছেন। আর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস এম আব্দুর রহমান ঘটনাটি ন্যক্কারজনক বলে মন্তব্য করেছেন।

প্রসঙ্গত, গত ১০ আগস্ট শোক দিবসের প্রস্তুতি সভায় পঞ্চম শ্রেণির কয়েকজন শিক্ষার্থী বিদ্যালয়ে সমবেত হয়। এসময় এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ ওঠে শিক্ষক আমিনুলের বিরুদ্ধে। শিক্ষার্থীর মা বিষয়টি জেনে প্রাথমিকভাবে প্রধান শিক্ষকের কাছে অভিযোগ দেন। তবে প্রতিকার না পেয়ে সদর থানায় লিখিত অভিযোগ দিলেও প্রথমে পুলিশ মামলা নেয়নি। পরে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে তৎপর হয় পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ