• মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ১০:১৮ পূর্বাহ্ন

শততম ম্যাচে ওয়ার্নারের দুর্দান্ত সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার রানের পাহাড়

আপডেটঃ : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৭

ওপেনার ডেভিড ওয়ার্নার এবং অ্যারোন ফিঞ্চের দুর্দান্ত ব্যাটে ভর করে ভারতের সামনে রানের পাহাড় দাঁড় করিয়েছে অস্ট্রেলিয়া।

ভারতকে ৩৩৫ রানের চ্যালেঞ্জিং টার্গেট দিয়েছে সফরকারীরা।

বেঙ্গালুরে চতুর্থ ওয়ানডেতে নিজের শততম ম্যাচ খেলতে নামেন ওয়ার্নার। ব্যাট হাতে তুলে নেন দুর্দান্ত এক সেঞ্চুরি। খেলেন ১২৪ রানের অসাধারণ এক ইনিংস।

বিশ্বক্রিকেটে অষ্টম ক্রিকেটার হিসেবে নিজের শততম ওয়ানডে ম্যাচে সেঞ্চুরি করার গৌরব অর্জন করলেন ডেভিড ওয়ার্নার। গত ১০ বছরে তিনিই একমাত্র ব্যাটসম্যান যিনি এই কীর্তি গড়লেন।

এদিকে আরেক ওপেনার অ্যারোন ফিঞ্চ অবশ্য কিছুটা আক্ষেপে পুড়ছেন। কেননা সেঞ্চুরি থেকে মাত্র ৬ রান দূরে থাকতে আউট হন তিনি।

বৃহস্পতিবার টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক স্টিভেন স্মিথ।

তার সিদ্ধান্তকে যৌক্তিক প্রমাণ করতে মাঠে নামেন দুই ওপেনার। ব্যাট হাতে ভারতের বোলারদের ওপর স্টিম রোলার চালান তারা।

ওপেনিং জুটিতে ওয়ার্নার এবং ফিঞ্চ মিলে তুলে নেন ২৩১ রান। দুজনে মিলে খেলেন ৩৫ ওভার।

ওয়ার্নারকে ফেরান কেদার যাদভ। ওয়ার্নার ১১৯ বলে ৪টি ছক্কা ও ১২টি চারের সাহায্যে ১২৪ রানের ঝলমলে ইনিংস খেলেন।

ওয়ার্নারের পর দ্রুতই ফিরে যান ফিঞ্চও। ৯৬ বলে ৩ ছয় এবং ১০ চারে ৯৪ রানের ইনিংস খেলেন ফিঞ্চ। ফিঞ্চের উইকেট তুলে নেন উমেশ যাদব।

এছাড়া পিটার হ্যান্ডসকম্ব ৪৩ এবং স্টয়নিস ১৫ রানের একটি ক্যামিয় ইনিংস উপহার দেন। ত্রাভিস হেড করেন ২৯ রান।

উমেশ যাদব একাই নেন ৪ উইকেট। কেদার যাদব পান ১টি।

প্রথম তিন ম্যাচ জিতে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ আগেই জিতে নিয়েছে ভারত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ