• বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৭:২০ অপরাহ্ন

চট্টগ্রামে জলাবদ্ধতা: ২৯ কেন্দ্রের পরীক্ষা এক ঘণ্টা পিছিয়ে শুরুর সিদ্ধান্ত

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতার কারণে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের ২৯টি কেন্দ্রের আজ রোববারের এইচএসসি ও সমমানের পরীক্ষা এক ঘণ্টা পিছিয়ে শুরুর সিদ্ধান্ত হয়েছে। বোর্ডের অন্যান্য কেন্দ্রের পরীক্ষা সকাল ১০টায় শুরু হলেও মহানগরের ২৭টি এবং হাটহাজীর দুই কেন্দ্রে পরীক্ষা বেলা ১১টায় শুরু করার সিদ্ধান্ত হয়েছে। এ তথ্য জানিয়েছেন পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ।

এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের ফেরিফায়েড ফেসবুক পেজে বলা হয়েছে, ‘২৬ আগস্ট রাতের অতিবৃষ্টির কারণে চট্টগ্রাম শহরে সৃষ্ট জলাবদ্ধতায় আজ রোববার (২৭ আগস্ট) হতে শুরু হওয়া চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীদের চলাচলের সুবিধার্থে, সিটি করপোরেশন এলাকার ২৭টি পরীক্ষাকেন্দ্র ও হাটহাজারী ও ফতেয়াবাদ কলেজ কেন্দ্রে, পরীক্ষা এক ঘণ্টা বিলম্বে শুরু করার নির্দেশনা দেওয়া হয়েছে। যে সমস্ত কেন্দ্রে শিক্ষার্থীদের পৌঁছাতে সমস্যা হচ্ছে, সেগুলোতেও অনুরূপ নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছানোর ক্ষেত্রে বিলম্ব হলেও পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ নিশ্চিত করার জন্য কেন্দ্রপ্রধানদের নির্দেশনা দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ