• সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ১১:১৪ অপরাহ্ন

সরকার বদলালেও পেনশন নিয়ে দুশ্চিন্তার কিছু নেই: পেনশন কর্তৃপক্ষ

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩

সরকার বদলালেও পেনশন নিয়ে দুশ্চিন্তার কিছু নেই বলে জানিয়েছেন জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান কবিরুল ইজদানী খান।

তিনি বলেছেন, ‘যদি সরকার বদল হয়, রুশ-ইউক্রেন যুদ্ধের মতো বিশ্ব পরিস্থিতি খারাপ হয় তারপরও পেনশন স্কিম নিয়ে সংশয় হওয়ার কোনো কারণ নেই।’

মঙ্গলবার মেট্রোপলিটন চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

কবিরুল ইজদানী খান বলেন, ‘সর্বজনীন পেনশন স্কিম একটি বিধিবদ্ধ আইনের মাধ্যমে প্রতিষ্ঠিত একটি সরকারি উদ্যোগ। এটি জনগণের স্কিম, সরকার এটি সুরক্ষার নিশ্চয়তা দেবে। যদি সরকার বদল হয়, যদি রুশ–ইউক্রেন যুদ্ধের মতো বিশ্ব পরিস্থিতি খারাপ হয় তারপরও পেনশন স্কিম নিয়ে সংশয়ের কোনো কারণ নেই।’

গত ১৭ আগস্ট সর্বজনীন পেনশন স্কিমের অনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রবাস, প্রগতি, সুরক্ষা ও সমতা নামে চারটি ক্যাটাগরিতে এই স্কিম চালু করা হয়। ১৮ বছর থেকে ৫০ বছর বয়সী জাতীয় পরিচয়পত্রধারী সব বাংলাদেশি নাগরিক প্রযোজ্য কোনো স্কিমে অংশ নেওয়ার জন্য নিবন্ধন করতে পারবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ