• বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৪৭ পূর্বাহ্ন

রাশিয়ার হুমকি উপেক্ষা করে কৃষ্ণসাগরের বন্দর ছাড়ল ইউক্রেনের জাহাজ

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
কৃষ্ণসাগরে নতুন একটি সমুদ্রপথে রপ্তানির উদ্যোগ গ্রহণ করে ইউক্রেন

কৃষ্ণসাগরের দক্ষিণাঞ্চলীয় বন্দর থেকে শস্য নিয়ে একটি জাহাজ রওনা করেছে বলে জানিয়েছে ইউক্রেন। এই পথে চলাচলকারী বেসামরিক জাহাজ সামরিক হামলার লক্ষ্যবস্তু হতে রাশিয়ার এমন হুমকির পরও জাহাজ চালানোর সিদ্ধান্ত নিয়েছে কিয়েভ।

ইউক্রেন থেকে সমুদ্রপথে রপ্তানির অনুমতি দিয়ে কিয়েভ ও মস্কোর মধ্যে একটি চুক্তি হয়েছিল। রাশিয়া জুলাইয়ে চুক্তি থেকে সরে আসে এবং বেসামরিক জাহাজের ওপর হামলার হুমকি দেয়। এমন অবস্থায় কৃষ্ণসাগরে নতুন একটি সমুদ্রপথে রপ্তানির উদ্যোগ নেয় ইউক্রেন।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে ইউক্রেনের অবকাঠামোমন্ত্রী ওলেকসান্দর কুরাকভ বলেন, রেজিলিয়েন্ট আফ্রিকা নামের জাহাজটি তিন হাজার টন গম নিয়ে চোরনোমোরস্ক বন্দর ছেড়ে গেছে। এটি বসফরাস প্রণালির দিকে যাচ্ছে।
তিনি বলেন, কৃষ্ণসাগরে নতুন করিডর ব্যবহার করে এ জাহাজটির পাশাপাশি আরও একটি জাহাজ ইউক্রেন বন্দরে পৌঁছায়। খুব শিগগির অপর জাহাজটিতে মালবোঝাই করে তা মিসরের উদ্দেশে পাঠানো হবে।

ইউক্রেনের তিনটি বন্দর থেকে নিরাপদে শস্য চালানের বিষয়ে কিয়েভ-মস্কোর করা গুরুত্বপূর্ণ চুক্তিটি গত জুলাইয়ে ভেস্তে যায়। এর পর থেকে ইউক্রেনের বন্দরে অবকাঠামোগুলো লক্ষ্য করে রাশিয়া হামলা জোরদার করে। সূত্র: ফ্রান্স২৪


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ