• মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০১:২৩ অপরাহ্ন

টাইগারদের বিপক্ষে প্রোটিয়াদের ওয়ানডে দল ঘোষণা

আপডেটঃ : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০১৭

চোটের থাবায় পেস আক্রমণের শক্তি কিছুটা খর্ব হলেও বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য সম্ভাব্য সেরা দলটিই বেছে নিল দক্ষিণ আফ্রিকা। টেস্ট সিরিজের মাঝপথেই কাল ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে প্রোটিয়ারা।

১৪ সদস্যের দলে একমাত্র নতুন মুখ পেসার ড্যান প্যাটারসন। দেশের হয়ে চারটি টি ২০ খেললেও এখনও টেস্ট ও ওয়ানডে অভিষেক হয়নি তার। ওয়ানডের আগেই অবশ্য টেস্ট অভিষেক হয়ে যেতে পারে প্যাটারসনের।

চোটের থাবায় ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে যাওয়া মরনে মরকেলের জায়গায় আগের দিন দ্বিতীয় টেস্টের দলে ঢুকেছেন ২৮ বছর বয়সী এই পেসার। কাল ওয়ানডে দলের দুয়ারও খুলে গেল তার সামনে।

প্রথম শ্রেণীর ক্রিকেটে কেপ কোবরাসের হয়ে খেলেন প্যাটারসন। সম্প্রতি ‘এ’ দলের হয়ে ইংল্যান্ড সফরে কাউন্টি দল হ্যাম্পশায়ারের বিপক্ষে মাত্র ২৭ রানে সাত উইকেট নিয়েছিলেন তিনি।

এছাড়া জাতীয় দলের হয়ে ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টি ২০ ম্যাচে ৩২ রানে নিয়েছিলেন চার উইকেট। ডেথ ওভারে দুর্দান্ত বোলিং করেই মূলত নির্বাচকদের নজর কেড়েছেন প্যাটারসন। চোটের কারণে স্টেইন, ফিল্যান্ডার, মরকেল ও ক্রিস মরিসের মতো তারকা পেসাররা দলের বাইরে থাকায় ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণের নেতৃত্বে থাকবেন কাগিসো রাবাদা।

দলে আছেন দুই পেস বোলিং অলরাউন্ডার ওয়েইন পারনেল ও আন্দিলে ফেলুকওয়ায়ো। একমাত্র বিশেষজ্ঞ স্পিনার ইমরান তাহির। প্রথম টেস্টে দুর্দান্ত বোলিং করেও ওয়ানডে দলে জায়গা পাননি বাঁ-হাতি স্পিনার কেশব মহারাজ।

দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইনআপ দেখলেই বোঝা যাবে ওয়ানডে সিরিজটাও কঠিন হতে যাচ্ছে বাংলাদেশের জন্য। চ্যাম্পিয়ন্স ট্রফির পর এই সিরিজ দিয়েই আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন এবি ডি ভিলিয়ার্স।

সম্প্রতি টেস্ট থেকে অবসর নেয়া জেপি ডুমিনিও আছেন ওয়ানডে দলে। অধিনায়ক ফাফ ডু প্লেসির পাশাপাশি হাশিম আমলা, কুইন্টন ডি কক, ফারহান বেহারডিয়েন ও ডেভিড মিলারের মতো সব চেনা মুখই আছেন দলে।

ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ ১৫ অক্টোবর।

দক্ষিণ আফ্রিকা ওয়ানডে দল:
ফাফ ডু প্লেসি (অধিনায়ক), হাশিম হামলা, টেম্বা বাভুমা, ফারহান বেহারডিয়েন, কুইন্টন ডি কক, এবি ডি ভিলিয়ার্স, জেপি ডুমিনি, ইমরান তাহির, ডেভিড মিলার, ওয়েন পারনেল, ড্যান প্যাটারসন, আন্দিলে ফেলুকওয়ায়ো, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ