• বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৩০ পূর্বাহ্ন

‘নির্বাচনে সামরিক বাহিনী হস্তক্ষেপ করবে না’

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
অ্যাসোসিয়েটেড প্রেসকে সাক্ষাৎকার দিচ্ছেন আনোয়ারুল হক কাকার

পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার বলেছেন, আগামী বছর দেশটির সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। একইসঙ্গে আসন্ন নির্বাচনে দেশটির কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই যাতে জয়ী হতে না পারে, সেজন্য সামরিক বাহিনী হস্তক্ষেপ করতে পারে— এমন অভিযোগও উড়িয়ে দিয়েছেন তিনি।

নির্বাচনে ইমরানের দল জিতবে না তা নিশ্চিত করা ‘একেবারেই অযৌক্তিক’ উল্লেখ করে কাকার বলেন, ভোট নির্বাচন কমিশন পরিচালনা করবে, সামরিক বাহিনী নয়। বর্তমান নির্বাচন কমিশনের প্রধানকে নিয়োগ করেছিলেন ইমরান খান নিজেই। কেন তিনি ইমরান খানের বিরুদ্ধে ঘুরে দাঁড়াবেন? খবর অ্যাসোসিয়েটেড প্রেসের।

২০২২ সালের এপ্রিলে সংসদে অনাস্থা ভোটের পর ইমরান খানকে ক্ষমতাচ্যুত করা হয়। এরপর দুর্নীতির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয় এবং তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়। এখনও তিনি কারাগারে রয়েছেন। এর মধ্যে দেশটি তার ইতিহাসের সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকটের মুখোমুখি হচ্ছে।

গত বৃহস্পতিবার পাকিস্তানের নির্বাচন কমিশন ঘোষণা দেয়, জানুয়ারির শেষ সপ্তাহে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে সংবিধান অনুযায়ী নির্বাচন চলতি বছরের নভেম্বরে হওয়ার কথা ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ