• বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০২:০৮ পূর্বাহ্ন

প্রথম সৌদি রাষ্ট্রদূত সুদাইরিকে স্বাগত জানালো ফিলিস্তিন।

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
ছবি: সংগৃহীত

যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনে প্রথমবারের মতো নায়েফ আল-সুদাইরি নামে এক কূটনীতিককে সৌদি আরব রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে। সোমবার নতুন রাষ্ট্রদূত ফিলিস্তিনি ভূখণ্ডে পৌঁছালে স্বাগত জানান ফিলিস্তিনিরা।

সংবাদমাধ্যম ওয়েফারের এক প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কাছে তার পরিচয়পত্র পেশ করবেন। এর মধ্যে পশ্চিমতীরের রামাল্লাহ শহরে মঙ্গলবার তিনি ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রী রিয়াদ মালকির সঙ্গে সাক্ষাৎ করেন সুদাইরি।

ফিলিস্তিনের গণমাধ্যম জানিয়েছে, ফিলিস্তিনি মুক্তি সংস্থা বা পিএলও’র নির্বাহী কমিটির মহাসচিব হোসেইন আল-শেখ সৌদি রাষ্ট্রদূতকে স্বাগত জানান।

ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি রাষ্ট্রদূত সুদাইরি মঙ্গলবার ও বুধবার রামাল্লাহ সফর করেন। দুই দেশের মধ্যে সম্পর্কের উন্নয়নের ক্ষেত্রে এই সফরকে ঐতিহাসিক বলে মন্তব্য করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। এছাড়া রাষ্ট্রদূত নিয়োগের মধ্য দিয়ে দুই দেশের যৌথ সহযোগিতার ক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা হবে বলেও ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় উল্লেখ করেছেন।

ফিলিস্তিনি কর্তৃপক্ষ রামাল্লাহ শহর থেকে রাষ্ট্রীয় কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। আপাতত সৌদি রাষ্ট্রদূতও সেখান থেকে কাজ করবেন।

এর আগে গত ১৩ আগস্ট সৌদি আরব জর্দানে নিযুক্ত রাষ্ট্রদূত সুদাইরিকে ফিলিস্তিনি রাষ্ট্রের জন্য অনাবাসিক রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়। পাশাপাশি পবিত্র আল-কুদস শহরে একটি কনসাল জেনারেল অফিস খোলার কথাও জানায়।

ইহুদিবাদী ইসরাইল সেসময় সৌদি আরবের এই ধারণা প্রত্যাখ্যান করে। ইসরাইল আল-কুদস শহরকে নিজের রাজধানী বলে দাবি করে। তবে আমেরিকা ছাড়া বিশ্বের উল্লেখযোগ্য কোনো দেশ আল-কুদসকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয় না। ইসরাইল ফিলিস্তিনিদের জন্য আল-কুদস শহরে কোনো ধরনের কূটনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অনুমতি দেয় না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ