• বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০২:২০ পূর্বাহ্ন

ধর্ষণে রক্তাক্ত কিশোরী, বাড়ি বাড়ি ঘুরেও পায়নি সাহায্য

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
ছবি: সংগৃহীত

ধর্ষণের শিকার ১২ বছর বয়সী এক কিশোরী রক্তাক্ত ও অর্ধনগ্ন অবস্থায় বাড়ি বাড়ি গিয়ে সাহায্য চাইছে। এক ঘণ্টা পার হলেও কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসেনি। সম্প্রতি এমনই একটি হাড়হিম করা সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ঘটনাটি ভারতের মধ্যপ্রদেশের উজ্জয়নের।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, গত সোমবার সন্ধ্যায় একটি আশ্রমের কাছে কিশোরীকে উদ্ধার করে পুলিশ। পরে তাকে জেলা হাসপাতালে নেওয়া হয় এবং এখনও তার চিকিৎসা চলছে। যদিও আপাতত তার শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

উজ্জয়নের পুলিশ সুপার শচীন শর্মা জানান, ডাক্তারি পরীক্ষায় কিশোরীকে ধর্ষণের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ওই কিশোরী তার নাম বা ঠিকানা দিতে পারেনি। পুলিশ সিসিটিভি ফুটেজটি খতিয়ে দেখছে এবং সে কীভাবে ওখানে পৌঁছেছিল তা জানার চেষ্টা করছে। পুলিশ অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছে। অপরাধীদের শনাক্ত করতে এবং গ্রেপ্তার করতে একটি বিশেষ দল গঠন করা হয়েছে।

এদিকে কংগ্রেস নেতা ও মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথ এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। মাইক্রো ব্লগিং সাইট এক্স-এ নাথ লিখেছেন, ধর্ষণের শিকার ১২ বছর বয়সী ওই কিশোরী যেভাবে অর্ধনগ্ন অবস্থায় শহরের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছিল এবং রাস্তায় অচেতন হয়ে পড়েছিল, তা মানবতাকে লজ্জায় ফেলে দিয়েছে। তিনি বর্তমান মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের কাছে ভুক্তভোগীর জন্য এক কোটি টাকা সহায়তা চেয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ