• বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৭:৩০ অপরাহ্ন

নতুন শিক্ষকদের এমপিওভুক্তি নিয়ে জরুরি নির্দেশনা

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
ছবি: সংগৃহীত

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সুপারিশে বিভিন্ন মাদরাসায় এন্ট্রি লেভেলে যোগদান করা নতুন শিক্ষকদের এমপিওভুক্তির আবেদনের আগে অন্যান্য শিক্ষক-কর্মচারীদের বিষয় ও পদবি নির্ধারণ করার নির্দেশ দিয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর।

গত রোববার (১ অক্টোবর) অধিদপ্তর থেকে সব এমপিওভুক্ত মাদরাসার প্রধান ও সভাপতিকে এ নির্দেশনা দিয়ে আদেশ জারি করেছে অধিদপ্তর।

প্রশাসন শাখার উপপরিচালক মো. জাকির হোসাইন স্বাক্ষরিত আদেশে বলা হয়, এনটিআরসিএর চতুর্থ নিয়োগ বিজ্ঞপ্তির সুপারিশের ভিত্তিতে শিক্ষকদের এমপিওভুক্ত করতে বিভিন্ন মাদরাসা থেকে মেমিস সফটওয়্যারে আবেদন দাখিল করা হচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে যে, অধিকাংশ মাদরাসার এমপিও শিটে শিক্ষক-কর্মচারীদের বিষয় ও পদবি উল্লেখ নেই। ফলে নতুন শিক্ষকদের এমপিওভুক্ত করতে জটিলতার সৃষ্টি হচ্ছে।

এমপিও শিটে সব শিক্ষক-কর্মচারীর পদবি এবং বিষয় মুদ্রিত না থাকায় জনবল কাঠামো অনুযায়ী প্রাপ্যতা রয়েছে কী না তা নিশ্চিত হওয়া সম্ভব হচ্ছে না। নতুন শিক্ষকদের এমপিওভুক্ত করতে জটিলতা নিরসনের লক্ষ্যে ৩০০ টাকার নন জুডিসিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা, বিদ্যমান এমপিও শিট, বেতন বিল, শিক্ষক-কর্মচারীর তালিকা এবং বিধি মোতাবেক পদবি ও বিষয় নির্ধারণ করে মাদরাসার সব শিক্ষক-কর্মচারীর স্বাক্ষরযুক্ত সর্বশেষ এমপিও শিটের অনুরূপ কপি প্রয়োজন।

অধিদপ্তর আরও বলেছে, ভুল, অসত্য তথ্য, ভুয়া সুপারিশ দিয়ে আবেদন না করার বিষয়ে সবাইকে সর্তক করা হলো। কোনো প্রতিষ্ঠানে ভুল, অসত্য তথ্য বা ভুয়া সুপারিশ দিয়ে আবেদন করলে প্রতিষ্ঠানের এমপিও বাতিলের ব্যবস্থা গ্রহণ করা হবে।

তাই এনটিআরসিএর সুপারিশ পাওয়া নতুন শিক্ষকদের এমপিওভুক্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্রসহ ৩০০ টাকার নন জুডিসিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা, বিদ্যমান এমপিও শিট, বেতন বিল, শিক্ষক-কর্মচারীর তালিকা এবং বিধি মোতাবেক পদবি ও বিষয় নির্ধারণ করে মাদরাসার সব শিক্ষক-কর্মচারীর স্বাক্ষরযুক্ত সর্বশেষ এমপিও শিটের অনুরূপ কপি অনলাইন এমপিও আবেদনের অগ্রায়ণপত্রের সঙ্গে সংযুক্ত করে পাঠানোর জন্য মাদরাসাগুলোকে বলেছে অধিদপ্তর। একইসঙ্গে অঙ্গীকারনামার একটি নমুনা কপি প্রকাশ করেছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ