লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ ইসরাইলে হামলার দায় স্বীকার করেছে। এক বিবৃতিতে হিজবুল্লাহ এই হামলার দায় স্বীকার করে।
রোববার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানোনো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, হিজবুল্লাহ জানিয়েছে, রাডার সাইট, জিবদিন ও রুওয়াইসাত আল-আলমে প্রচুর পরিমাণে আর্টিলারি শেল এবং গাইডেড মিসাইল দিয়ে বোমা হামলা করা হয়েছিল।
তারা আরো জানায়, আমরা অধিকৃত লেবানিজ শেবা ফার্ম এলাকায় তিনটি ইসরাইলি দখলদার স্থানকে লক্ষ্যবস্তু করেছিলাম।
উল্লেখ্য, গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ইসরাইলের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে বলে ঘোষণা করেছে। এর প্রতিরোধে পাল্টা হামলা শুরু করেছে ইসরাইল।
এক বিবৃতিতে হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফ বলেন, শনিবার সকালে ইসরাইলে পাঁচ হাজার রকেট বর্ষণের মাধ্যমে ‘অপারেশন আল-আকসা স্ট্রম’ শুরু হয়েছে। ইসরাইল গাজা থেকে অনুপ্রবেশের কথা স্বীকার করেছে।
সূত্র : আল-জাজিরা