• মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৩৩ অপরাহ্ন

হামাসের হামলায় ‘লজ্জা অনুভব করছে ইসরাইল’

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
ছবি : সংগ্রহ

ইসরাইলের এক সাংবাদিক বলেছেন, হামাসের হামলায় ইসরাইলিরা লজ্জা অনুভব করছে। যা ঘটেছে কিংবা তাদের সামরিক বাহিনী এমন অপ্রস্তুত অবস্থায় পড়ে যাবে, এমনটা হজম করতে পারছে না। এদিকে গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের হামলায় নিহত ইসরাইলির সংখ্যা বেড়ে ৩৫০-এ দাঁড়িয়েছে। এছাড়া কয়েকজন কমান্ডারসহ অন্তত ৩০ পুলিশ অফিসার নিহত হয়েছে। এছাড়া একজন কর্নেলসহ ইসরাইলি সামরিক বাহিনীর বেশ কয়েকজন কর্মকর্তাও হামাস যোদ্ধাদের হাতে নিহত হয়েছে।

ইসরাইলের ডেইলি হারেৎজ পত্রিকার সাংবাদিক গিডেন আল জাজিরাকে বলেছেন, হামাসের হামলায় ইসরাইলিরা ‘লজ্জা অনুভব করছে।’ তিনি বলেন যা ঘটেছে কিংবা তাদের সামরিক বাহিনী এভাবে অপ্রস্তুত অবস্থায় থাকবে, তা তারা মেনে নিতে পারছে না।

তিনি বলেন, প্রথমত ঐতিহ্যগতভাবেই ইসরাইলিরা নাক-উঁচা মনোভাব রয়েছে যে ‘আমরা হলাম সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী এবং সবচেয়ে শক্তিশালী সামরিক প্রযুক্তির অধিকারী দেশ।’ দ্বিতীয়ত, সরকার পশ্চিম তীরে সৈন্য সম্প্রসারিত করেছে, কিন্তু দক্ষিণ ফ্রন্ট পরিত্যক্ত রেখেছে। ফলে অবজ্ঞা এবং অগ্রাধিকার পরিবর্তনের ফলে ‘আমাদেরকে এই নজিরবিহীন পরিস্থিতিতে ফেলে দিয়েছে।’

তিনি বলেন, এই কষ্ট ও দুঃখ হজম করতে ইসরাইলিদের অনেক বছর লাগবে। তবে এটি অবশ্যই পরিবর্তন বয়ে আনবে। ইসরাইলিরা বুঝবে, তারা কিভাবে এত দিন পর্যন্ত অধিকৃত এলাকাগুলো এবং গাজায় ফিলিস্তিনিদের দেখে এসেছিল। আমাদের বুঝতে হবে যে তারাও [ফিলিস্তিনিরাও] মানুষ। তারাও সামরিক সক্ষমতা প্রদর্শন করতে পারে।

এদিকে ইসরাইলি ব্রডকাস্টার চ্যানেল ১২ জানিয়েছে, শনিবার হামাসের আকস্মিক হামলার পর থেকে নিহত ইসরাইলির সংখ্যা বেড়ে ৩৫০ জনে পৌঁছেছে।

এদিকে ইসরাইলি পুলিশ জানিয়েছে, শনিবার প্রথম দিনের হামলায় তাদের অন্তত ৩০ পুলিশ নিহত হয়েছে। নিহতদের মধ্যে বেশ কয়েকজন কমান্ডারও রয়েছে।

ইসরাইলি মিডিয়া জানিয়েছে, হামাসের হামলা শুরুর পর এখন পর্যন্ত ইসরাইলের ভেতরে লড়াই চলছে। ইসরাইলি সামরিক বাহিনী এখনো ওই এলাকার পূর্ণ নিয়ন্ত্রণ গ্রহণ করতে পারেনি। রোববার সকালেও অন্তত সাতটি স্থানে লড়াই চলছি।

তবে হামাস জানিয়েছে, শনিবার ইসরাইলের একটি গুরুত্বপুর্ণ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়ে তাদের যোদ্ধারা গাজায় ফিরে এসেছে।

হামাসের সামরিক শাখা ইজাদ্দিন আল-কাসাম বিগ্রেড দাবি করেছে, তারা ইসরাইলি সেনাবাহিনীর গাজা ডিভিশনের রেইম মিলিটারি বেইজে ঢুকে পড়েছিল। গ্রুপটি ওই ঘাঁটির ভিডিও প্রকাশ করেছে।

ইসরাইলি বাহিনী ওই ঘাঁটিটির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে অন্তত ১০ ঘণ্টা লাগে।

সূত্র : আল জাজিরা, বিবিসি এবং অন্যান্য


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ