• মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:১৫ অপরাহ্ন

মিশরে দুই ইসরায়েলিকে গুলি করে হত্যা

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩

মিশরের এক পুলিশ সদস্য ভূমধ্যসাগরীয় শহর আলেকজান্দ্রিয়ায় ইসরায়েলি পর্যটকদের ওপর গুলি চালিয়েছেন। এতে দুই ইসরায়েলি এবং এক মিশরীয় গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।

মিশরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এমনটি জানিয়েছে। খবর এপি।

মিশরীয় নিরাপত্তা সংস্থার ঘনিষ্ঠ এক্সট্রা নিউজ টেলিভিশন চ্যানেল অজ্ঞাত নিরাপত্তা কর্মকর্তাকে উদ্ধৃত করে বলছে, এই হামলায় আরও একজন আহত হয়েছেন। আলেকজান্দ্রিয়ার পম্পেই’স পিলার সাইটে এই ঘটনা ঘটে। সন্দেহভাজন হামলাকারী আটক হয়েছেন।
নিরাপত্তাবাহিনী দ্রুত ঘটনাস্থল ঘেরাও করে ফেলে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত গ্রাফিক ফুটেজে দেখা গেছে, দুটি নিথর দেহ মাটিতে পড়ে আছে। স্থানটি পর্যটন এলাকা বলে মনে হচ্ছে। আরেকজনকে একদল লোক সহায়তা করছেন। এক নারী অ্যাম্বুলেন্সের জন্য চিৎকার করছেন।

ইসরায়েলি উদ্ধারকারী পরিষেবা সংস্থা জাকা বলছে, আলেকজান্দ্রিয়ায় দুজন নিহত হয়েছেন।

ইসরায়েল-ফিলিস্তিনের মধ্যকার চলমান লড়াইয়ের মধ্যে রোববার মিশরের এই শহরে দুই ইসরায়েলির নিহত হওয়ার খবর এলো।

মিশর কয়েক দশক আগেই ইসরায়েলের সঙ্গে শান্তি স্থাপন করেছিল। দেশটি দীর্ঘদিন ধরে ইসরায়েল-ফিলিস্তিন বিরোধে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছে। কিন্তু দেশটিতে ইসরায়েল-বিরোধী মনোভাব বেশি, বিশেষ করে সহিংসতার সময়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ