• মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:০৪ পূর্বাহ্ন

ইরান ফিলিস্তিনের বৈধ প্রতিরক্ষাকে সমর্থন করে : রাইসি

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ৯ অক্টোবর, ২০২৩

ইরান ফিলিস্তিনের বৈধ প্রতিরক্ষাকে সমর্থন করে বলে বিবৃতি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। রোববার (৮ অক্টোবর) তাসনিম বার্তা সংস্থার উদ্ধৃতিতে কাতারের গণমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন, ‘ইহুদিবাদী সরকার ও তার সমর্থকরা এই অঞ্চলে অস্থিতিশীলতার জন্য দায়ী।’

প্রতিবেদনে আরো বলা হয়েছে, ইসরাইল-ফিলিস্তিনের চলতি যুদ্ধ শুরু হওয়ার পর রাইসি হামাস ও ফিলিস্তিনি ইসলামিক জিহাদ গ্রুপের নেতাদের সাথে কথা বলেছেন। এরপর তিনি ফিলিস্তিনের বৈধ প্রতিরক্ষাকে সমর্থন করে এই বিবৃতি প্রদান করেছেন।

উল্লেখ্য, শনিবার হঠাৎ করেই ইসরাইলে কয়েক হাজার রকেট হামলা চালানোর পর বেড়া ভেঙে ইসরাইলে ঢুকে পড়ে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। রোববার তাদের সাথে যোগ দিয়েছে লেবাননভিত্তিক সশস্ত্র দল হিজবুল্লাহ। এতে ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধে তীব্রতা বৃদ্ধি পেয়েছে। হামাস-হিজবুল্লার এ আক্রমণে এখন পর্যন্ত ৬০০ ইসরাইলি নিহত হওয়ার খবর পাওয়া গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ