• মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:২১ পূর্বাহ্ন

ইসরায়েলজুড়ে বাজছে বিমান হামলার সাইরেন

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ৯ অক্টোবর, ২০২৩

গাজা থেকে ইসরায়েলে রকেট ছুঁড়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। হামলার ঘটনায় জেরুজালেম ও ইসরায়েলজুড়ে বিমান হামলার সাইরেন বাজছে।

সোমবার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এ তথ্য জানিয়েছে।

আইডিএফ বলছে, গাজা থেকে রকেট ছুড়তে থাকায় এখন জেরুজালেম এবং ইসরায়েলজুড়ে বিমান হামলার সাইরেন বাজছে।
জেরুজালেমে অন্তত তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এগুলো রকেট আছড়ে পড়ার পর বিস্ফোরণের শব্দ, নাকি ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা রকেটকে বাধা দিয়েছে তা এখনও স্পষ্ট নয়।

অন্যদিকে, ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইওয়াভ গ্যালান্ত গাজার ওপর ‘সম্পূর্ণ অবরোধ’ আরোপের ঘোষণা দিলেন। তিনি বলছেন, কর্তৃপক্ষ বিদ্যুৎ লাইন কেটে দেবে এবং খাদ্য ও জ্বালানি প্রবেশে বাধা দেবে।

ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস আর ইসরায়েলের সেনাদের মধ্যে সংঘাত শুরু হয় শনিবার ভোরে। হঠাৎই হামলা চালিয়ে বসে হামাস। জবাবে ইসরায়েলও গাজায় হামলা চালিয়ে যাচ্ছে।

দীর্ঘদিন ধরে গাজা উপত্যকার ক্ষমতায় রয়েছে হামাস। এই গোষ্ঠী শনিবার ভোরের দিকে আচমকা পাঁচ হাজারের বেশি রকেট নিক্ষেপ করে ইসরায়েলে। পরে গাজা উপত্যকায় স্থল, আকাশ ও সমুদ্রপথে পাল্টা হামলা শুরু করেছে ইসরায়েল। তৃতীয় দিনে পৌঁছানো উভয়পক্ষের চলমান লড়াইয়ে প্রাণহানির সংখ্যা ১ হাজার ১০০ ছাড়িয়ে গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ