• মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৩৫ পূর্বাহ্ন

হামাসকে মিয়া খলিফার সমর্থন, অতঃপর যে সিদ্ধান্ত নিল প্লেবয়

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
মিয়া খলিফা (বামে) ও টাইমস অব ইসরায়েলের নিউজের স্ক্রিনশট

ইসরায়েলে গাজাভিত্তিক ফিলিস্তিন প্রতিরোধ সংগঠন হামাসের অভিযানের প্রতি নিজের সমর্থন ব্যক্ত করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের আলোচিত পর্ন তারকা মিয়া খলিফা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে হামাসের প্রতি সমর্থন জানান লেবানন বংশোদ্ভূত এই আমেরিকান গণমাধ্যম ব্যক্তিত্ব।

এর জেরে আমেরিকার ‘প্লেবয়’ ম্যাগাজিন কর্তৃপক্ষ মিয়া খলিফার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে।
ম্যাগাজিন কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, “প্লেবয় ঘোষণা করেছে যে, ইসরায়েলে হামাসের আক্রমণকে সমর্থন করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ায় লেবানন-আমেরিকান মিডিয়া ব্যক্তিত্ব এবং সাবেক পর্ন তারকা মিয়া খলিফার সব ধরনের সম্পর্ক ছিন্ন করা হলো।”

উল্লেখ্য, ২০২১ সালের জুন মাসের যুদ্ধবিরতির পর প্রায় ২ বছর ধরে প্রস্তুতি ও পরিকল্পনা শেষে গত শনিবার ভোরে ইসরায়েলের অভ্যন্তরে ঢুকে অভিযান শুরু করে গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের যোদ্ধারা। এতদিন ইসরায়েলের বিপক্ষে শুধুমাত্র প্রতিরোধ ব্যবস্থা নিয়েছে ফিলিস্তিন। শনিবারই প্রথমবারের মতো আগে ইসরায়েলে হামলা চালিয়েছে ফিলিস্তিন কর্তৃপক্ষ।

তবে অনতিবিলম্বে ইসরায়েলও পাল্টা আক্রমণ শুরু করে। তারা ফিলিস্তিনের বিরুদ্ধে আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা করেছে। পাল্টা আক্রমণে দেশটি গাজায় মুহুর্মুহু বোমা বর্ষণ করছে। এরই মধ্যে ইসরায়েলি হামলায় ফিলিস্তিনে নিহতের সংখ্যা বেড়ে ৭০০ জনে দাঁড়িয়েছে। ফিলিস্তিন কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

এছাড়াও ইসরায়েলের হামলায় বহু সংখ্যক ফিলিস্তিনি আহত হয়েছে বলে জানা গেছে।

রিপোর্ট লেখা পর্যন্ত ইসরায়েলি সংবাদমাধ্যম ‘টাইমস অব ইসরায়েল’ দাবি করেছে, হামাসের হামলায় এরই মধ্যে ইসরায়েলে নিহতের সংখ্যা ৯০০ ছাড়িয়েছে। সেখানেও বহু সংখ্যক মানুষ আহত হয়েছে। সূত্র: টাইমস অব ইসরায়েল, ডেইলি মেইল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ