• বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
যুদ্ধবিমান রক্ষণাবেক্ষণের জন্য পাকিস্তানকে ৪০০ মিলিয়ন ডলার যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক ছাত্র সংসদ সংবাদ সম্মেলন ডেকেছে বিকেলে মার্কিন নিরাপত্তা গ্যারান্টির আশা ভুলে যেতে পারে ইউক্রেন: ট্রাম্প গণঅভ্যুত্থানের অর্জন নস্যাতের ষড়যন্ত্র চলছে: খালেদা জিয়া সরে আসুন স্থানীয় নির্বাচনের পরিকল্পনা থেকে: তারেক রহমান সবসময় সতর্ক থাকার নির্দেশ আইনশৃঙ্খলা বাহিনীকে সেনাবাহিনীকে সর্বোচ্চ দায়িত্ব পালনে প্রস্তুত থাকতে হবে খালেদা জিয়া বিএনপির বর্ধিত সভায় বক্তব্য দেবেন পরিবারসহ এনায়েত উল্লাহর দেশত্যাগে নিষেধাজ্ঞা আদালতের আন্দোলনে আহতদের দাবি নিয়ে অবস্থান প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে

ইলিশের দাম নিয়ন্ত্রণ আমাদের এখতিয়ারে নেই : প্রাণীসম্পদ মন্ত্রী

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
শ ম রেজাউল করি ছবি : সংগৃহীত

ইলিশের দাম নিয়ন্ত্রণ মৎস ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের এখতিয়ারে নেই বলে দাবি করেছেন মন্ত্রী শ ম রেজাউল করিম। তিনি বলেন, ইলিশের দাম নিয়ন্ত্রণে বাণিজ্য মন্ত্রণালয় ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কার্যকর পদক্ষেপ দরকার।

বুধবার (১১ অক্টোবর) প্রধান প্রজনন মৌসুমে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩’ বাস্তবায়ন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

শ ম রেজাউল করিম বলেন, ইলিশ এখন শুধু আমাদের জাতীয় সম্পদই নয়। এটি এখন কূটনীতির অংশে পরিণত হয়েছে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে দুর্গাপূজায় সীমিত পরিসরে ইলিশ রপ্তানি হয়ে থাকে, যা তাদের কাছে আমাদের ভাবমূর্তি উজ্জ্বল করছে এবং দুই দেশের বাণিজ্যিকসহ কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করছে।

তিনি বলেন, গত চার বছরে ভারতে ৫ হাজার ৫৪১ মেট্রিক টন ইলিশ রপ্তানি হয়েছে। যা মোট ইলিশ উৎপাদনের মাত্র দশমিক ৫ ভাগেরও কম। যা থেকে আয় হয়েছে ৪৩৯ হাজার কোটি টাকা।

প্রাণীসম্পদ মন্ত্রী আরও জানান, সর্বশেষ ২০২৩-২৪ অর্থবছরে বাণিজ্য মন্ত্রণালয় ৩ হাজার ৯৫০ মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানির অনুমোদন দিয়েছে। এর মধ্যে গত ১০ অক্টোবর পর্যন্ত ৬০৯ মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানি হয়েছে। যা থেকে আয় হয়েছে প্রায় ৬৮ কোটি ২০ লাখ টাকা।

সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশীদ, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মাহবুবুল হকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ