• সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৩৪ অপরাহ্ন

গাজায় যুদ্ধ নয়, হত্যাযজ্ঞ চলছে: তুরস্কের প্রেসিডেন্ট

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
ছবি: সংগৃহীত।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেছেন, গাজায় যুদ্ধ নয়, ইসরায়েল হত্যাযজ্ঞ চালাচ্ছে।

বুধবার (১১ অক্টোবর) ইসরায়েলি বাহিনীর তীব্র সমালোচনা করে তিনি বলেছেন, যুদ্ধেরও কিছু নীতি থাকে। কিন্তু গাজার ক্ষেত্রে তা চরমভাবে লঙ্ঘন করা হচ্ছে।

ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের হামলার জবাবে গাজায় অনবরত বোমাবর্ষণ করছে ইসরায়েল। সর্বাত্মক অবরোধ আরোপ করে বন্ধ করে দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি, খাবার সরবরাহ। ফলে ভয়ংকর মানবেতর পরিস্থিতি সৃষ্টি হয়েছে ফিলিস্তিনি এলাকাটিতে।

এ বিষয়ে ইঙ্গিত করে তুর্কি প্রেসিডেন্ট বলেছেন, মানুষকে তাদের সবচেয়ে মৌলিক চাহিদা পূরণে বাধা দেওয়া, বেসামরিক লোকজনের বাসস্থানে বোমা হামলা করা- সংক্ষেপে, লজ্জাজনক প্রত্যেকটি পদ্ধতি ব্যবহার করে একটি সংঘাত পরিচালনা করা- এটি যুদ্ধ নয়, এটি হত্যাযজ্ঞ।

এসময় গাজায় ইসরায়েলের ‘অসমতুল্য’ আক্রমণকে ‘নৈতিকতা বর্জিত’ উল্লেখ করে এর কঠোর সমালোচনা করেন এরদোয়ান এবং বিশ্বকে ‘অন্ধভাবে’ এক পক্ষ না নেওয়ার আহ্বান জানান।

ফিলিস্তিনিদের অধিকারের প্রশ্নে তুর্কি প্রেসিডেন্ট বরাবরই সোচ্চার ভূমিকা নিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ