ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে নজিরবিহীন যুদ্ধ চলছে। বৃহস্পতিবার ষষ্ঠ দিনে প্রবেশ করেছে এই যুদ্ধ। এরই মধ্যে ভয়াবহ রূপ নিয়েছে এই সংঘাত। উভয় ভূখণ্ডেই হতাহতের সংখ্যা লাফিয়ে বাড়ছে।
এদিকে, চিলি, আয়ারল্যান্ড, ফিলিপাইন, দক্ষিণ আফ্রিকা ও আমেরিকায় ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ হয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, আমেরিকার অনেক নগরী ও শহরে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে দেশটির শিকাগো নগরীতে।
এছাড়া মধ্যপ্রাচ্যের ফিলিস্তিনের পক্ষে সবচেয়ে বড় বিক্ষোভ সমাবেশ হয়েছে দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে। দেশটির রাজধানীতে সান্তিয়াগোতে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
দক্ষিণ আফ্রিকাতেও ফিলিস্তিনের পক্ষে বড় বিক্ষোভ হয়েছে। এতে দীর্ঘ ৭৫ বছর ধরে চলা ইসরায়েলের অবৈধ দখলদারিত্বের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
উল্লেখ্য, গত শনিবার ভোরে ইসরায়েলের অভ্যন্তরে ঢুকে অভিযান শুরু করে গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের যোদ্ধারা। এতদিন ইসরায়েলের বিপক্ষে শুধুমাত্র প্রতিরোধ ব্যবস্থা নিয়েছে ফিলিস্তিন। শনিবারই প্রথমবারের মতো আগে ইসরায়েলে হামলা চালিয়েছে ফিলিস্তিন কর্তৃপক্ষ। ২০২১ সালের জুন মাসের যুদ্ধবিরতির পর প্রায় ২ বছর ধরে প্রস্তুতি ও পরিকল্পনা শেষে এই হামলা চালায় হামাস।
তবে অনতিবিলম্বে ইসরায়েলও পাল্টা আক্রমণ শুরু করে। তারা ফিলিস্তিনের বিরুদ্ধে আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা করেছে। পাল্টা আক্রমণে দেশটি গাজায় মুহুর্মুহু বোমা বর্ষণ করছে। এরই মধ্যে ইসরায়েলি হামলায় ফিলিস্তিনে নিহতের সংখ্যা বেড়ে ১২০০ জনে দাঁড়িয়েছে। ফিলিস্তিন কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
এছাড়াও ইসরায়েলের হামলায় পাঁচ হাজার ৬০০ ফিলিস্তিনি আহত হয়েছে বলে জানা গেছে।
রিপোর্ট লেখা পর্যন্ত আল জাজিরা দাবি করেছে, হামাসের হামলায় এরই মধ্যে ইসরায়েলে নিহতের সংখ্যা ১২০০ ছাড়িয়েছে। সেখানেও তিন হাজারের বেশি মানুষ আহত হয়েছে। সূত্র: আল জাজিরা