• শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৫:৪৬ পূর্বাহ্ন

পূজা ও সংসদ নির্বাচনকে সামনে রেখে দুই দিনব্যাপী গ্রাম পুলিশ প্রশিক্ষণ

নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩

আসন্ন দুর্গাপূজা ও জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে (১৮-১৯ অক্টোবর) দুই দিনব্যাপী গ্রাম পুলিশ প্রশিক্ষণ কর্মশালা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের উদ্যোগে থানা কম্পাউন্ডে ‘আইনশৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশের করণীয়’ শীর্ষক ওই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসান এর উদ্বোধন করেন।
প্রশিক্ষণ প্রদান করেন সহকারী পুলিশ সুপার (ফুলপুর সার্কেল) মো. আতাহারুল ইসলাম তালুকদার, ফুলপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি অমিত রায় কল্লোল, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মৌসুমী আক্তার, ফুলপুর থানার ওসি (তদন্ত) বন্দে আলী, এসআই সুমন মিয়া, এস আই বকুল সাহা ও আনসার ভিডিপির ইন্সট্রাক্টর সুকেদা বেগম।

এ বিষয়ে ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, আমরা সবসময়ই মানুষের জন্য কাজ করে থাকি। তবে শারদীয় দুর্গোৎসব ও জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কাজের প্রচুর চাপ একটু বেশি থাকে। এসময় জনগণকে প্রচুর সেবা দিতে হয়। সেই সেবাটা যাতে সুন্দর সুচারুরূপে হয় ও ব্রিফিং অনুযায়ী সবাই কাজ করতে পারেন সেজন্য তাদের এ প্রশিক্ষণটা দেওয়া হয়েছে।

প্রশিক্ষণ শেষে তাদেরকে সার্টিফিকেট প্রদান করা হয়েছে। সবশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। গ্রাম পুলিশরা এতে মনোমুগ্ধকর পারফরমেন্স প্রদর্শন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ