• শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০১:৪০ পূর্বাহ্ন

বিচারপতি আবদুর রশিদ মারা গেছেন

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
ছবি : সংগৃহীত

বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. আবদুর রশিদ মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (২৪ অক্টোবর) সকাল ৮টা ৫০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

মো. আবদুর রশিদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। অবসরপ্রাপ্ত এই বিচারপতির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক। এক শোকবার্তায় আইনমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

১৯৯৯ সালের ২৪ অক্টোবর হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান মো. আবদুর রশিদ। পরবর্তীতে ২০০৯ সালের ২৯ জানুয়ারি অবসরে যান তিনি। এরপর একই বছরের এপ্রিলে তিনি আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান। দেড় বছরের মাথায় ২০১০ সালের অক্টোবরে আবদুর রশিদ পদত্যাগ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ