• মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫, ০১:৩৩ পূর্বাহ্ন

সারাদেশে হরতাল, নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে পুলিশ

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
রোববার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের অবস্থান। ছবি: সংগৃহীত

বিএনপির দেশজুড়ে সকাল-সন্ধ্যা হরতাল চলছে। রোববার সকাল থেকে রাজধানীতে যান চলাচল কম দেখা গেছে। রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয় নিরাপত্তা বেষ্টনী দিয়ে অবস্থান নিয়েছে পুলিশ।

রোববার সকাল ৯টা পর্যন্ত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে কোনো নেতাকর্মীকে আসতে দেখা যায়নি। কার্যালয়ে তালা দেওয়া রয়েছে। পুলিশের পাশাপাশি সাংবাদিকদের উপস্থিতি দেখা গেছে।

রাজধানীর ফার্মগেট, বাংলামোটর, কারওয়ান বাজার, আসাদগেট, শ্যামলী, ধানমন্ডি, মোহাম্মদপুর, মহাখালী, উত্তরা ও মিরপুর এলাকায় সকাল থেকেই যানবাহন কম চলাচল করতে দেখা গেছে। গণপরিবহন কম থাকায় লোকজনকে রিকশাসহ বিকল্প যানবাহনে গন্তব্যে যেতে দেখা যায়।

রোববার হরতালের সকালে নারায়ণগঞ্জে হরতালকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ধ্বস্তাধ্বস্তির খবর পাওয়া গেছে। এছাড়া সিলেটে ঢাকা-সিলেট মহাসড়কে মিছিল থেকে তিনজনকে আটকের খবর মিলেছে।

গতকাল শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশে পুলিশি হামলার প্রতিবাদে বিএনপি এই হরতাল ডাকে। পরে জামায়াত ও গণতন্ত্র মঞ্চও একই দিনে হরতালের কর্মসূচি ঘোষণা করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ