• মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০১:৪৪ অপরাহ্ন

‘ব্রাজিলও ফেভারিট’

আপডেটঃ : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০১৭

সবার আগে চূড়ান্ত পর্ব নিশ্চিত করা ব্রাজিল দলের কোচ তিতে মনে করেন বিশ্বকাপ জয়ের জন্য তার দল ফ্রান্স ও জার্মানির মতোই ফেভারিট।

 

ব্রাজিল গতকাল ভোরে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন চিলিকে ৩-০ গোলে হারিয়ে শীর্ষে থেকেই দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই পর্ব শেষ করে। গ্যাব্রিয়েল জেসুস জোড়া গোল করেন। অপর গোলটি করেন পলিনহো। চূড়ান্ত পর্ব শেষে নিকটতম প্রতিদ্বন্দ্বী উরুগুয়ের চাইতে ১০ পয়েন্টে এগিয়ে ছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

 

কোচ তিতে সাও পাওলোতে খেলাটির পর বলেন, ‘ব্রাজিল বিশ্বকাপের অন্যতম ফেবারিট। এই অভিযান শেষে যে ফুটবল খেলা হলো, যে উঁচু মানে খেলা হলো, নৈপুণ্য ও ফল মিলিয়ে ব্রাজিল অন্যতম দাবিদার। আমি বলেছি ফ্রান্সও খুবই শক্তিশালী দল। কিলিয়ান এমবাপে, আলেকজান্ডার লেকাজাত্তে, আন্তুনিও গ্রিজম্যান এর মতো উঠতি খেলোয়াড়রা আছে। এছাড়াও আছে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি।’

 

আর্জেন্টিনা প্রসঙ্গেও কথা বলেন ব্রাজিল কোচ। তিনি বলেন, ‘লিওনেল মেসির হ্যাটট্রিক নৈপুণ্যের পর আর্জেন্টিনা যোগ্যতর দল হিসেবেই বিশ্বকাপের চূড়ান্ত পর্বে যোগ দিয়েছে। কোনো একটা দলের যোগ্যতার মাপকাঠি কেবল একটি খেলাতে সীমাবদ্ধ হতে পারে না। এটা হলো অনেকগুলো নিয়মিত ম্যাচের ব্যাপার। আর্জেন্টিনা অবশ্য মেসির মতো মেধার কারণে উপকৃত হয়েছে।’

 

এদিকে ব্রাজিলের ফুল ব্যাক দানি আলভেজ কোচ তিতেকে খেলা শেষে প্রশংসায় ভাসান। ২০১৫ সালের অক্টোবরে চিলির কাছে হেরে কোপা আমেরিকার গ্রুপ পর্ব উতরাতে না পারায় বরখাস্ত হয়েছিলেন বিশ্বকাপ জয়ী দুঙ্গা। তখন তার পরিবর্তে গত জুনে দায়িত্ব নেন তিতে। এরপর তিতের অধীনে বাছাইপর্বে টানা নয় জয়ের পর গত দুই রাউন্ডে ড্র করেছিল নেইমাররা। সবমিলিয়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা এবারের বাছাইপর্বে ১৭ খেলায় অপরাজিত থাকল।

 

আলভেজ সঙ্গত কারণেই বলেন, ‘এখন ব্রাজিলে ব্রাজিলীয় কোচদের চাইতে তিতের ভিন্নতা অনেক। এর কারণ তার ফুটবল গভীরতা। তিনি লোকজনকে যেভাবে অনুভব করেন, এটা খুবই ভিন্ন ব্যাপার।’
উরুগুয়ে কলম্বিয়াও যাচ্ছে রাশিয়ায়
উরুগুয়ে ছাড়াও এ রাতে দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে আগামী বছরের বিশ্বকাপের টিকিট কাটে আর্জেন্টিনা ও কলম্বিয়া। লুইস সুয়ারেজের জোড়া গোলে দুইবারের চ্যাম্পিয়ন উরুগুয়ে নিজ মাঠে ৪-২ গোলে হারায় বলিভিয়াকে। অপরদিকে পেরুর মাঠে ১-১ গোলে ড্র করে চতুর্থ দল হিসেবে রাশিয়া বিশ্বকাপে নাম লিখিয়েছে কলম্বিয়া। আর পঞ্চম স্থানে থেকে প্লে-অফ নিশ্চিত করেছে পেরু। দেশটি এখন ওশেনিয়া চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডের সঙ্গে দুই পর্বের প্লে অফ খেলবে চূড়ান্ত পর্বে ওঠার জন্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ