• মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ০৭:০৬ পূর্বাহ্ন

সারাদেশে গভীর রাতে গণগ্রেপ্তার অভিযান স্বৈরশাসকের চূড়ান্ত পতনের ইঙ্গিত: ১২ দল

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩

১২ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ বলেছেন, ঢাকাসহ সারাদেশে গভীর রাতে গণগ্রেপ্তারে যে অভিযান চালানো হচ্ছে। এ থেকেই বোঝা যায় এই স্বৈরশাসকের চূড়ান্ত পতনের ক্ষণ ঘনিয়ে এসেছে। সরকার বাহাদুর গণগ্রেপ্তার করে আর বেশিদিন গণভবনে শান্তিতে ঘুমাতে পারবেন না। মনে রাখবেন আমরা আওয়ামী লীগ সরকারের পতনের লক্ষ্যে আন্দোলন করে যাচ্ছি। চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত রাজপথ হবে আমাদের ঘর বাড়ি এবং কারাগার হবে আমাদের ঠিকানা। কোনো অন্যায়ের কাছে মাথা নত করবে না এই ১২ দলীয় জোট।

সোমবার দুপুরে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকের সামনে অবরোধ সমর্থনে আয়োজিত এক বিক্ষোভ মিছিল শেষে এসব কথা বলেন জোটের নেতারা।

জোটের নেতারা বলেন, রাষ্ট্রের মালিক জনগণ। সুতরাং জনগণের মালিকানা আমরা আর বিদেশি কৃতদাস সরকারের হাতে তুলে দিতে পারি না।

দাবি আদায়ে দেশের সর্বস্তরের জনগণকে রাস্তায় নেমে আসার আহ্বান জোট নেতৃবৃন্দরা। এসময় তারা ১২ দলীয় জোটের প্রধান সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান এড. এহসানুল হুদাসহ বিএনপি, জামায়াতের বন্দি নেতাকর্মীদের মুক্তির দাবি করেন।

আয়োজিত বিক্ষোভ মিছিলে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সিনিয়র সহ-সভাপতি রাশেদ প্রধান, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, বাংলাদেশ কল্যাণ পার্টির ভাইস চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, অতিরিক্ত মহাসচিব আবদুল্লাহ আল হাসান সাকিব, জাহিদুর রহমান, বাংলাদেশ এলডিপির সিনিয়র যুগ্ম মহাসচিব এম এ বাশার, বাংলাদেশ জাতীয় দলের ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম, প্রচার সম্পাদক বেলায়েত হোসেন শামীম, শামসুল আহাদ, আবুল মনসুর, ইসলামী ঐক্য জোটের যুগ্ম মহাসচিব ইলিয়াস রেজা, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মুফতি জাকির হোসেন, আতাউর রহমান, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু , জাতীয় ছাত্রসমাজের সভাপতি কাজী ফয়েজ আহমেদ, সভাপতি দক্ষিণ মো. ফাহিম হোসাইন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ