• মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ০৪:০১ পূর্বাহ্ন

নির্বাচনে কেউ বাধা দিতে পারবে না: পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ছবি: ফাইল

‘নিষেধাজ্ঞার আশঙ্কায় কান দিই না, এসব জুজুর ভয়’ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেছেন, সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচনে কেউ বাধা দিতে পারবে না। যারা বাধা দেবে তাদের শাস্তি দেওয়া হবে।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। জাতীয় পার্টির চেয়ারম্যান সম্প্রতি বিদেশি চাপ বা নিষেধাজ্ঞা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এসব জুজুর ভয় থেকে দূরে থাকেন। আমরা এখন অনেক শক্ত। আমাদের নেত্রী শেখ হাসিনা আত্মবিশ্বাসে বলীয়ান। এ জন্যই দেশের এত উন্নয়ন হয়েছে।

যুক্তরাষ্ট্র সংলাপের দাবি জানাচ্ছে, এর সম্ভাবনা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, বিদেশের লোক কে কী বলল সেটা গুরুত্বপূর্ণ নয়। দেশের লোক কী বলল সেটা গুরুত্বপূর্ণ। বিদেশিদের বক্তব্য বাস্তবসম্মত ও যুক্তিসংগত না হলে আমরা তাদের প্রতি মনোযোগ দিই না। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যথাসময়ে হবে। আমরা সংবিধান অনুযায়ী নির্বাচন করব। আমরা জ্বালাও-পোড়াও চাই না, অগ্নিসন্ত্রাস চাই না।

কিছু দেশের রাষ্ট্রদূত দৌড়ঝাঁপ করছেন। নির্বাচন পিছিয়ে দেওয়ার কোনো ষড়যন্ত্র হচ্ছে কিনা জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা নির্বাচন করব। আমরা নির্বাচনমুখী দল। বাংলাদেশের জনগণ যে পক্ষে রায় দেবে আমরা সেই পক্ষে আছি। কেউ যদি নির্বাচনে বাধা দিতে চায়, আমরা তা হতে দেব না।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি বড় রাজনৈতিক দল হলে নির্বাচনে এসে প্রমাণ করুক, তারা বড় দল। খালি মুখে বললে হবে না।

গার্মেন্টে কোনো অস্থিরতা চলছে না দাবি করে আব্দুল মোমেন বলেন, কিছু মানুষ এতে উস্কানি দিয়েছে। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলা নিয়ে মন্ত্রী বলেন, জাতিসংঘ তার বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। গাজায় এত মানুষ মারা যাচ্ছে, তারা তা দেখছে না। আর বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘের যে বিশেষজ্ঞরা উদ্বেগ জানিয়েছেন, তারা আসলে ঘুমাচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ