রাজধানীর মুগদা থানার নাশকতার অভিযোগে ১০ বছর আগে করা এক মামলায় জহিরুল ইসলাম নামে একজনকে তিন বছরের সশ্রম কারাদণ্ড, তিন হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে তাকে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত আহ্ববায়ক নবী উল্লাহ নবীসহ ৩৮ জনকে খালাস দিয়েছেন আদালত।
সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত এ রায় দেন।
খালাস পাওয়া আসামিদের মধ্যে রয়েছেন- শাহাদত হোসেন, সাইফুল ইসলাম, আল মামুন পান্না, শামিম, মোহাম্মদ আলী, মো. আব্দুল খালেক, সোহেল, তানভীর, ইমদাদুল হক।
২০১৩ সালের নভেম্বর মাসে নাশকতার অভিযোগে মামলাটি করা হয়।