ভারতের বারানসীর জ্ঞানবাপী কিংবা মথুরার মসজিদ নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। রেশ গড়িয়েছে দেশটির আদালত পর্যন্ত। এবার সেই তালিকায় যুক্ত হলো দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিল (এনডিএমসি) এলাকায় ১৫০ বছরের প্রাচীন সুনেহারি বাগ মসজিদ। যানবাহন চলাচলে সমস্যার জন্য মসজিদটি ভাঙ্গার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আর এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছে দেশটির একাধিক ধর্মীয় সংগঠন।
শুক্রবার ভারতীয় একটি সংবাদমাধ্যম জানায়, সম্প্রতি বুলডোজার দিয়ে মসজিদটি ভাঙার পরিকল্পনা নেয় বিজেপি শাসিত নয়াদিল্লি নিউনিসিপ্যাল কাউন্সিল। আর তা প্রকাশ্যে আসার পর মুসলিম সংগঠনগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে ক্ষোভ। মসজিদ ভাঙার সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছেন জমিয়ত ওলামায়ে হিন্দের সভাপতি মাওলানা মাহমুদ আসআদ মাদানি। এ ব্যাপারে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে একটি চিঠি দিয়েছেন মাওলানা মাদানি। ভাঙার সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য আবেদন জানিয়েছেন প্রভাবশালী এই আলেম।
ওই সংবাদমাধ্যমটি জানায়, ১৫০ বছরের পুরনো মসজিদটি রাজধানীর একটি চৌরাস্তার মধ্যস্থলে অবস্থিত। জনবহুল সেই রাস্তা দিয়ে প্রচুর যানবাহনের পাশাপাশি মানুষজন যাতায়াত করেন। মসজিদটির জন্য যানবাহন চলাচলে সমস্যা তৈরি হচ্ছে বলে কর্তৃপক্ষ দাবি করছে। সেজন্য জনগণের স্বার্থে মসজিদটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি নিউনিসিপ্যাল কাউন্সিল কর্তৃপক্ষ।
এদিকে, সুনেহারি বাগ মসজিদ ভাঙ্গা নিয়ে মানুষের মতামত চেয়েছে এনডিএমসি কর্তৃপক্ষ। গত রোববার এ সংক্রান্ত একটি নোটিশ জারি করেছে তারা। আগামী ১ জানুয়ারি পর্যন্ত জনগণের মতামত নেয়া হবে। মসজিদ ভাঙ্গা নিয়ে সাধারণের মানুষের আপত্তি ও পরামর্শের আহ্বান করা হয়েছে।
মসজিদ ভাঙ্গার বিরুদ্ধে এখনো পর্যন্ত বহু মানুষ তাদের মতামত জানিয়েছেন। সবচেয়ে বেশি বিরোধিতা করা হয়েছে মুসলিম সংগঠন ও সংখ্যালঘু কল্যাণ সংস্থার পক্ষ থেকে।
১৫০ বছরের পুরনো মসজিদ ভাঙ্গার প্রশাসনিক সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছেন উত্তর প্রদেশে আমরোহার সংসদ সদস্য দানিশ আলি। মসজিদটির প্রাচীন ঐতিহাসিক গুরুত্বের কথা তুলে ধরেছেন তিনি। মসজিদ ভাঙার পদক্ষেপ, একটি সম্প্রদায়কে আঘাত করবে বলে দাবি করেছেন তিনি।
বিএসপি সংসদ সদস্য আরো বলেছেন যে মসজিদটি ভাঙ্গার বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে দ্বারস্থ হয়েছিল ওয়াকফ বোর্ড। সেখানে না ভাঙ্গার আশ্বাস দেয়া হয়েছিল। বর্তমানে হাইকোর্টে চলছে শীতের ছুটি। তারই মধ্যে এনডিএমসি মসজিদ ভাঙার নোটিশকে বেআইনি বলে মনে করছেন দানিশ।
দানিশের সুরে সুর মিলিয়েছেন সর্বভারতীয় মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন দলের প্রেসিডেন্ট ও লোকসভার সদস্য আসাদউদ্দিন ওয়াইসিও। মসজিদ ভাঙার সিদ্ধান্তের বিরোধিতা করে কেন্দ্রকে দিয়েছেন চিঠি। তার মতে, সুনেহারি বাগ মসজিদ ওয়াকফ বোর্ডের সম্পত্তি। ভাঙার যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে রুখে দাঁড়ানো হবে বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন। সূত্র : এই সময় ও দ্য সিয়াসাত ডেইলি