• শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০২:০৭ অপরাহ্ন

দক্ষিণ কোরিয়ার বিরোধীদলীয় নেতার ওপর ছুরি হামলা

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪
লি জায়ে-মিউং

ছুরি হামলার শিকার হয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রধান বিরোধীদলীয় নেতা লি জায়ে-মিউং। স্থানীয় সময় মঙ্গলবার সকালে সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় এই হামলার ঘটনা ঘটে। পরে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়।

জানা গেছে, বিরোধী ডেমোক্রেটিক পার্টির প্রধান লি জায়ে-মিউংয়ের ঘাড়ের বাম পাশে ছুরিকাঘাত করা হয়েছে। ঘটনার ২০ মিনিটের মাথায় তাকে একটি হাসপাতালে নেওয়া হয়। সে সময় তার সংজ্ঞা ছিল।

স্থানীয় গণমাধ্যমসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার সকালে দেশটির দক্ষিণ-পূর্ব বন্দর শহর বুসানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিচ্ছিলেন লি জায়ে-মিউং। এ সময় এই হামলার শিকার হন তিনি।
প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে স্থানীয় বার্তা সংস্থা ইয়োনহাপ জানায়, সন্দেহভাজন ব্যক্তি অটোগ্রাফ নেওয়ার জন্য লি’র কাছে গিয়েছিলেন এবং তার সমর্থক হওয়ার ভান করে সেখানে অবস্থান করছিলেন। একপর্যায়ে ওই ব্যক্তি ২০ থেকে অস্ত্র নিয়ে তার ওপর হামলা করেন। ঘটনাস্থল থেকে অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, ২০২২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে অল্প ব্যবধানে পরাজিত হন লি জায়ে-মিউং। ওই নির্বাচনে তিনি বর্তমান প্রেসিডেন্ট ইউন সুক-ইওলের কাছে মাত্র ০.৭৩ শতাংশ ভোটের ব্যবধানে হেরে যান, যা দক্ষিণ কোরিয়ার ইতিহাসে সবচেয়ে কম ব্যবধানে রাষ্ট্রপতি নির্বাচনে পরাজিত হওয়ার রেকর্ড হয়।

লি জায়ে-মিউং বর্তমানে দক্ষিণ কোরিয়ার আইনসভার সদস্য নন। তবে চলতি বছরের এপ্রিলে অনুষ্ঠিত হতে যাওয়া পরবর্তী সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ