মোহাম্মদ সিরাজের গতির মুখে পড়ে ২৩.২ ওভারে ৫৫ রানেই অলআউট দক্ষিণ আফ্রিকা। প্রথম টেস্টে ভারতকে ইনিংস ও ৩২ রানে হারিয়ে হোয়াইটওয়াশে প্রত্যাশিত দক্ষিণ আফ্রিকা কেপ টাউন টেস্টে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায়।
মোহাম্মদ সিরাজ ৯ ওভারে মাত্র ১৫ রানে ৬ উইকেট শিকার করেন। এছাড়া ২টি করে উইকেট নেন জসপ্রিত বুমরাহ ও মুকেশ কুমার।
দুই টেস্টের সিরিজের প্রথমটিতে সেঞ্চুরিয়ানে ভারতকে ইনিংস ব্যবধানে হারায় স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। প্রথম টেস্টে হেরে হোয়াইটওয়াশের শঙ্কায় পড়ে যাওয়া ভারত সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্টে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে।
তিন তারকা পেসার মোহাম্মদ সিরাজ, জসপ্রিত বুমরাহ ও মুকেশ কুমারের গতির মুখে পড়ে বিধ্বস্ত হয় প্রোটিয়া ব্যাটসম্যানরা।