ইসরাইল গাজায় জাতিগত নিধন চালাচ্ছে বলে মন্তব্য করেছেন স্কটিশ প্রধানমন্ত্রী হুমজা ইউসুফ। তিনি বলেন, ইসরাইলের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রকাশ্যে ফিলিস্তিনিদের উচ্ছেদ করার কথা বলছেন। তারা গাজায় ইসরাইলি বসতিও স্থাপনের কথাও নির্দিধায় বলে যাচ্ছে। এটি জাতিগত নিধনেরেই অন্তর্ভুক্ত।
শনিবার (৬ জানুয়ারি) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, আমি মনে করি, রাজনৈতিক নেতাদের সত্য প্রকাশ করা উচিৎ। তারা গাজায় যা ঘটতে দেখছেন, তা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছেও তুলে ধরা উচিৎ।
তিনি আরো বলেন, আমরা গাজায় কেবল মানবিক সঙ্কটই দেখছি না। আমরা নেতানিয়াহু সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও এমন বিবৃতি দিতে দেখেছি, যা স্পষ্ট জাতিগত নিধনের অন্তর্ভুক্ত। তাই তাদের এমন গণহত্যার জোরালো নিন্দা জানানো উচিৎ।
উল্লেখ্য, স্কটিশ প্রধানমন্ত্রী হুমজা ইউসুফ এর আগেও ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে দক্ষিণ আফ্রিকার করা গণহত্যা মামলার সমর্থন করেছিলেন।