• শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:১৯ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের হামলার পর ইয়েমেনে ব্যাপক বিক্ষোভ

নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪
ইয়েমেনে বিক্ষোভের ছবি

হাজার হাজার ইয়েমেনি মার্কিন ও ব্রিটিশ হামলার নিন্দা জানাতে ইয়েমেনের বিভিন্ন শহরে জড়ো হয়ে ব্যাপক বিক্ষোভ করেছে।

ঘটনাস্থল থেকে আল জাজিরার প্রতিনিধি বলেছেন, ‘এখানকার বিক্ষোভকারীরা হামলার কয়েক ঘণ্টা পর এটা স্পষ্ট করে দিয়েছে যে, তারা বিমান হামলাকে ভয় পায় না। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সকল হুমকি সত্ত্বেও তারা তাদের বিক্ষোভ অব্যাহত রাখবে এবং ফিলিস্তিনি জনগণের প্রতি তাদের অনড় সমর্থন চলমান রাখবে।

বিবিসির খবরে বলা হয়েছে, ইয়েমেনে এ ধরনের গণবিক্ষোভ অস্বাভাবিক নয়। তবে আজকের (শুক্রবারের) বিক্ষোভ ব্যতিক্রমীভাবে বড়।
বিবিসির প্রতিবেদকের বক্তব্য অনুসারে, আরব বিশ্বের দরিদ্রতম এই দরিদ্র দেশটিতে বেকারত্বের হার বেশি। এ কারণে মানুষকে রাস্তায় বের করা তুলনামূলকভাবে সহজ। এছাড়া এখানে একটি শক্তিশালী ধর্মীয় এবং পশ্চিমা বিরোধী ফ্যাক্টরও রয়েছে।

হুতিরা নিজেদেরকে ‘আনসার আল্লাহ’ অর্থাৎ ‘আল্লাহর দল’ বলে অভিহিত করে এবং তারা সবসময় ইসরায়েলের প্রতি শত্রুতা পোষণ করে আসছে।

২০১৪ সালে তারা ইয়েমেনের বেশিরভাগ অংশ দখল করে এবং ইরানের সাথে একটি কৌশলগত জোট গঠন করে। এরপর তাদের ইসরায়েল বিরোধিতা আরও বেড়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ