• বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০১:০৯ অপরাহ্ন

কুয়াশায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, প্রাণ গেল দুই বন্ধুর

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪
দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেল। ছবি : সংগৃহীত

টাঙ্গাইলের নাগরপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই কলেজ ছাত্র নিহত হয়েছেন। রবিবার (১৪ জানুয়ারি) সকালে উপজেলার মোকনা ইউনিয়নের কেদারপুরে শেখ হাসিনা সেতুর ওপরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার শুনশি গ্রামের ওমর সেতাবের ছেলে শাকিল মিয়া (১৯) এবং কলমাইদ গ্রামের আদম আলীর ছেলে মাসুম মিয়া (১৯)। তারা দুজনেই পার্শ্ববর্তী জেলা মানিকগঞ্জ সাটুরিয়া সৈয়দ কালু শাহ কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, ঘন কুয়াশার কারণে কেদারপুর শেখ হাসিনা সেতুর এপার থেকে ওপার দেখা যাচ্ছিল না। এতে মোটরসাইকেলের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুইজন আরোহী নিহত হন।

তিনি আরো বলেন, ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে।

এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে। ট্রাকের চালক পালিয়ে গেছে। নিহতদের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ